Rakhi Bandhan 2023 : সীমান্তে পালিত রাখি বন্ধন, ভাইদের মঙ্গল কামনায় বোনেরা – bsf jawans and customs officials at the indo bangladesh border wear rakhi ties to observe rakhi bandhan utsav


রাজ্য জুড়ে আজ পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরের জিরো পয়েন্টে গিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল মহদীপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ভারত বাংলাদেশ সীমান্তের BSF জওয়ান এবং বিজিবি-দের হাতে রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। জানা যায় এদিন প্রথম ভারত বাংলাদেশ সীমান্তের BSF জওয়ান এবং কাস্টমস আধিকারিকদের হাতে রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। পরে জিরো পয়েন্টে গিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।

PM Modi Rakhi : কচি কচি হাতে রাখি বাঁধতে ব্যস্ত খুদেরা, প্রধানমন্ত্রীর স্পেশ্যাল ডে-র ভিডিয়ো দেখুন
উপস্থিত ছিলেন মহদিপুর অঞ্চলের প্রধান জুলি মণ্ডল বর্মন, কাস্টমস আধিকারিক দুলাল চট্টোপাধ্যায়, মহদিপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক তাপস কন্ডু, সহ-সভাপতি উত্তম ঘোষ, সীমান্ত ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব ঘোষ, ব্যবসায়ী পুষ্পজিত বর্মন সহ অন্যান্যরা।

Raksha Bandhan Wishes in Bengali : রাখিতে দিদিদের থেকে যে বার্তাগুলি পেলে ভীষণ খুশি হয় ভাইরা
সকালে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভিমুখে রওনা দেয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে, প্রতিদিনের মতো মৈত্রী এক্সপ্রেসে রুটিং চেকিং চালানোর পাশাপাশি রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে এই দিন সকালে BSF-র পুরুষ ও মহিলা কর্মীরা মৈত্রী এক্সপ্রেসের সকল আরোহীদের হাতে রাখি পরিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

BSF কর্মীদের আন্তরিক এই কর্মকাণ্ডে আপ্লুত হয়ে পড়েন মৈত্রী এক্সপ্রেসে উপস্থিত বাংলাদেশি নাগরিকেরা। আবেগপ্রবণ হয়ে তাঁরাও BSF কর্মীদের হাতে রাখি পড়িয়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও, রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সোনারপুর থানার উদ্যোগে সোনারপুর মোড়ে সংস্কৃতি দিবস পালন করা হয়।

Rakhi Purnima 2023: যেখানে-সেখানে রাখবেন না রাখি, জানুন রাখি বন্ধনের পর কী নিয়ম পালন করবেন
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র ও সোনারপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী। সোনারপুর মোড়ে পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ পথ চলতি মানুষের হাতে তাঁরা রাখি পরিয়ে দেন। উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পুরপিতা সন্দীপ নস্করও। বিধায়ক লাভলী মৈত্র বলেন, ‘সৌজন্য, ভালোবাসা, ভ্রাতৃত্বের এই বন্ধন যাতে সারা বছর বজায় থাকে তার আবেদন জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আনন্দের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করুন’।

Rakhi Muhurat 2023: অভিনব কারুকাজের ‘অরগ্যানিক রাখি’, নাম মাত্র দামে মিলছে কচুরিপানা দিয়ে তৈরি এই সৃষ্টি
এদিকে, পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের উদ্যোগে মহিষাদলে পালিত হল রাখি বন্ধন উৎসব। পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করালেন মহিষাদল থানার পুলিশ কর্তাঁরা, মহিষাদল প্রেস কর্নার ও মহিষাদল ব্লক প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *