Kolkata News : মাদার টেরিজাকে নিয়ে ট্যুরিজম, ম্যাসিডোনিয়ার ‘সিস্টার সিটি’ হচ্ছে কলকাতা – republic of north macedonia will build up tourism on mother teresa in kolkata


কলকাতার মুকুটে যুক্ত হতে চলেছে আরও এক পালক, নেপথ্যে ম্যাসিডোনিয়া। কলকাতায় মাদার টেরিজা কেন্দ্রিক ট্যুরিজম চালু করার ইচ্ছাপ্রকাশ করা হয়েছে ম্যাসিডোনিয়ার তরফে। পাশাপাশি কলকাতার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও গড়ে তুলতে চায় তারা। এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাতও করলেন ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি।

প্রসঙ্গত, লেপেনাক নদীর তীরে এই ম্যাসিডোনিয়াতেই জন্ম হয়েছিল মাদার টেরিজার। তবে জীবনের সিংহভাগ সময় তিনি কাটিয়েছেন তিলোত্তমা কলকাতায়। ১৯২৯ সালের জানুয়ারি মাসে কলকাতায় প্রথম পা রাখেন মাদার। পরবর্তী সময়ে গড়ে তোলেন মিশনারিজ অফ চ্যারিটি। মাদারের তৈরি মিশনারিজ অফ চ্যারিটি বছরের পর বছর ধরে যুক্ত রয়েছে সেবামূলক কাজের সঙ্গে।

KMC : ‘মেয়রের আবার রেস্ট রুম কী?’ পুরসভার ‘বিশ্রাম কক্ষ’ নিয়ে আপত্তি ফিরহাদের
মেয়রের সঙ্গে সাক্ষাৎ
আর এবার সেই মাদার টেরিজার টানেই ৬ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কলকাতায় হাজির হলেন রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি। শুক্রবার মাদারের সমাধিতে শ্রদ্ধা জানানোর সরাসরি তিনি পৌঁছে যান কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। এদিন ওসমানির সঙ্গে ছিলেন ভারতে উপস্থিত ম্যাসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান উজুনভ।

Kolkata Municipal Corporation : বাড়ি ভাঙার ‘রাবিশ’ KMC-র হাতে তুলে দেওয়া বাধ্যতামূলক, যোগাযোগ এই নম্বরে
বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ
সূত্রের খবর, শহর কলকাতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ফিরহাদ হাকিম ও বিজার ওসমানির মধ্যে। মেয়রের আতিথেয়তায় আপ্লুত ওসমানি জানান, ম্যাসিডোনিয়ার ‘সিস্টার সিটি’ হবে কলকাতা, এবং আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই চুক্তি সম্পন্ন হবে। পাশাপাশি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম জানান, মাদার টেরিজা কেন্দ্রিক ট্যুরিজম চালু করতে চায় ম্যাসিডোনিয়া। সেদেশের বিদেশমন্ত্রী এদিন তীর্থযাত্রী কেন্দ্রিক পর্যটনের পাশাপাশি বাংলায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান ফিরহাদ। এক্ষেত্রে আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগকারীদের একটা দল রাজ্যে আসবে, ওসমানির তরফে এমনটাই প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে বলেও জানন মেয়র।

Sourav Ganguly: মমতার স্পেন সফরে সঙ্গী কি সৌরভ? জোর কানাঘুষো
প্রসঙ্গত, বাংলায় বিনিয়োগ আনতে বছর বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ বিদেশের শিল্পপতিদের আহ্বান জানায় রাজ্য সরকার। আবার রাজ্যের পর্যটন শিল্পকে আরও বেশি উন্নত ও আকর্ষণীয় করে তোলার পক্ষে বারেবারেই জোর দিতে দেখা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে আবার কলকাতাকে আরও বেশি করে সাজিয়ে তুলতে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে পুরসভার পক্ষে থেকেও। সেক্ষেত্রে ম্যাসিডোনিয়ার এই প্রতিশ্রুত বাস্তবায়িত হলে কলকাতা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত কবে বাস্তবায়িত হয় ম্যাসিডোনিয়ার এই উদ্যোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *