Kolkata Weather Update : বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়াল নিম্নচাপ, আজ কলকাতায় সহ ৬ জেলায় দিনভর দুর্যোগ – kolkata and other south bengal districts may witness heavy rainfall due to low pressure on 5 september


ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে কলকাতাতে। এদিন দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে দুর্যোগের পূর্বাভাস। তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে পারে।

  • কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

গত কয়েকদিন ধরেই গুমোট গরম ছিল শহর কলকাতায়। চলতি মরশুমে সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু, অবশেষে সেই আক্ষেপ মিটতে চলেছে। মঙ্গলবার দিনভর বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে।

Today Weather Kolkata: ভ্যাপসা গরম থেকে মুক্তি দেবে ঘূর্ণাবর্ত! আজই ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে?
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা কমে হয়েছিল ৩০.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ।

উত্তর বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিয়েছে। এর অভিমুখ ওডিশা।

Kolkata Weather Today Rain : গরমের ঘাড়ে ঘূর্ণাবর্তের নিঃশ্বাস! বৃষ্টিতে ভাসবে কলকাতা
মঙ্গলবার শহরে বজ্রবিদ্যুৎসহ দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি বৃষ্টি হবে তিলোত্তমায়। দুই দিন তাপমাত্রা বেশ কিছুটা কমবে। একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

গভীর নিম্নচাপের ভ্রূকুটি! বৃষ্টিভেজা কলকাতা

  • কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?চলতি মরশুমে একেবারেই শুষ্ক ছিল দক্ষিণবঙ্গ। রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। কিন্তু, শেষ বেলায় ফের ঝোড়ো ব্যাটিং করছে বর্ষা। মঙ্গলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ বাড়বে। একইসঙ্গে তাপমাত্রা এবং আপক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমতে পারে।

Weather Forecast : জোড়া ঘূর্ণাবর্তের শাসানিতে ২ দিন ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গে, শেষ বেলায় কামব্যাক বর্ষার!

  • কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে যেখানে বৃষ্টিপাতের আকাল ছিল সেই সময় চলতি মরশুমে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে প্রথম থেকেই। কিন্তু, ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে। আপাতত সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
Kolkata Weather Report : ভ্যাপসা গরম থেকে মুক্তি রাখির দিনেই! কিছুক্ষণের মধ্যেই ৩ জেলায় তুমুল বৃষ্টি?

  • কেমন থাকবে দেশের আবহাওয়া?আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সক্রিয় মৌসুমী বায়ু। সেখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান সাগরে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ওডিশা সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে হতে পারে বৃষ্টিপাত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *