India Name Change : দেশের নাম পরিবর্তন কি আইন সম্মত? কলম ধরলেন সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায় – constitutional expert amal mukhopadhay wrote his opinion about india name change to bharat


দেশের নাম কি পরিবর্তন হচ্ছে? জাতীয় রাজনীতির অলিন্দে শুরু জোর গুঞ্জন। দেশের নাম India থেকে বদলে ‘Bharat’ করাটা কি সংবিধান সম্মত? এই নাম পরিবর্তন কি দেশের বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতির উপর কোনও প্রভাব ফেলবে? কলম ধরলেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায়

INDIA Name Change : ‘ইন্ডিয়া’ না ‘ভারত’? কী বক্তব্য সুপ্রিম কোর্টের?
G-20 মিটে যোগদানকারী যে সমস্ত দেশ নায়ক আসছেন, তাঁদের ভোজসভায় আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। এটাই প্রথা। যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন, সেখানে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। India শব্দটি ব্যবহার না করে bharat শব্দটি ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা সংবিধান সম্মত কিনা?

নাম পরিবর্তন সংবিধান সম্মত?

ভারতীয় সংবিধানের ১ নং ধারায় বলা আছে, ‘India that is Bharat’। অর্থাৎ সংবিধান অনুসারে আমাদের দেশকে আমরা India বলতে পারি, আবার Bharat ও বলতে পারি। এই বয়ান তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার যে Bharat কথাটি ব্যাবহার করেছে, এটা কিন্তু সংবিধান বিরোধী নয়।

Pakistan on India vs Bharat Row: পাকিস্তানের নাম বদলে হবে ইন্ডিয়া! এপারে জল্পনার মাঝে সুযোগের অপেক্ষায় ওপার
সংবিধান সংশোধন হবে?

অনেকেই ধারণা করছেন, আগামী বিশেষ অধিবেশনে কেন্দ্রীয় সরকার হয়তো এই India নামটি বাদ দেবেন। অর্থাৎ, সংবিধান সংশোধন করতে হবে। তবে এই সংশোধনটি সাধারণ সংবিধান সংশোধন। এর জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগে না। অর্থাৎ, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মানে Simple Majority থেকেই এই সংশোধন করা যায়।

India vs Bharat Row : ইন্ডিয়া বদলে দেশের নাম ভারত হচ্ছে? অবশেষে মুখ খুললেন‌ মোদীর মন্ত্রীরা
সাধারণ মানুষের কী প্রতিক্রিয়া হতে পারে?

সাধারণ মানুষের একাংশ ক্ষুব্ধ হতে পারেন। কারণ, সারা পৃথিবীতে আমাদের দেশ INDIA নামে পরিচিত। নাম পরিবর্তন করলে অনেক অসুবিধা হবে। রাষ্ট্রসংঘে এই নাম দিতে হবে। সেখানেও একাধিক জটিলতা দেখা দিতে পারে। আশা করবো, কেন্দ্রীয় সরকার এই সংবিধান সংশোধন করবেন না।

কেন এই নাম পরিবর্তন?

এটা বোঝাই যাচ্ছে, দেশের বিরোধী জোট নাম দিয়েছে INDIA। সেই INDIA থেকে ভারতবর্ষকে আলাদা করার জন্য এই Bharat নামটি তাঁরা ব্যবহার করতে চাইছেন। আমার মতে, বিরোধী জোটের INDIA নামটি দেওয়া অত্যন্ত অনুচিৎ। কারণ, আগামী লোকসভা নির্বাচনে যদি India জোট হেরে যায়, তাহলে লোক বলবে India হেরে গিয়েছে। সেটা ভারতবর্ষের পক্ষে অত্যন্ত অশোভনীয় হবে, বিদেশের কাছে অশোভনীয় হবে।

‘ইন্ডিয়ার নাম পাল্টে ভারত, এরপর ভারতের নাম পাল্টে বিজেপি’

যাইহোক, রাষ্ট্রপতি যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন, সেটা সংবিধান সম্মত। তবে, কেন্দ্রীয় সরকার যদি আইন সংশোধন করে নাম পরিবর্তন করেন, তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে বলেই আমি মনে করি। সংবিধান প্রণেতারা সারা পৃথিবী INDIA নামে চেনে বলে ওই নামটি রেখেছিল, ঔপনিবেশিক প্রভাব দূর করতে Bharat নামটিও রেখেছিল। নাম পরিবর্তন করলে সংবিধান বিরোধী কিছু হবে না, তবে এতদিন পরে এই নাম পরিবর্তন বিভিন্ন রাষ্ট্র বিস্মিত হবে এবং এটাকে অবাঞ্ছনীয় বলেই মনে করবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *