Indian Railways: ‘মমতার চালু করা প্রজেক্টে অর্থ বরাদ্দ করেনি BJP’, রেলমন্ত্রীর চিঠির পালটা আক্রমণ মন্ত্রী স্নেহাশিসের – snehashis chakraborty transport minister give strong reply to rail minister ashwini vaishnaw over the letter to cm mamata banerjee


জমি জটে আটকে রাজ্যের রেল প্রকল্পের কাজ। হস্তক্ষেপে দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য অজস্র প্রকল্প করেছিলেন দাবি রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর, প্রকল্প ঘোষণা করলেও জমির কোন ব্যবস্থা করেননি, পাল্টা রাজ্যের শাসক দলকে কটাক্ষ BJPর জেলা সভাপতি মোহন আদকের।

একাধিক রেল প্রকল্পের কথা চিঠিতে উল্লেখ করে কেন্দ্রীয় রেলমন্ত্রী গত ৭ অগাস্ট চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাতে তিনি লেখেন, বর্তমানে রেলওয়ের পরিকাঠামো প্রকল্পের ব্যয় করা হচ্ছে পশ্চিমবঙ্গে। রাজ্যের ৫০ হাজার ৯১৬ কোটি টাকার কাজ চলছে এবং ২০২৩- ২৪ অর্থবর্ষের জন্য ১১. ৯৭০ কোটি টাকার সর্বোচ্চ বাজেটে বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সম্পূর্ণরূপে আংশিকভাবে পড়ে থাকা বেশিরভাগ রেলওয়ে প্রকল্পগুলি প্রয়োজনীয় জমির অনুপলব্ধতার কারণে প্রকল্প অগ্রসর হচ্ছে না। তার মধ্যে হুগলি জেলার উল্লেখযোগ্য প্রকল্প হল ফুরফুরা থেকে তারকেশ্বর, ফুরফুরা থেকে ডানকুনি নতুন রেলপথ প্রকল্প। এ ছাড়াও আছে তারকেশ্বর থেকে ধনিয়াখালি, আরামবাগ থেকে ঘাটাল সহ একাধিক নতুন রেলপথ স্থাপনের কথা।
Indian Railways: জমির গেরোয় রাজ্যে থমকে একাধিক প্রকল্প, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রেলমন্ত্রী

এই প্রজেক্ট আটকে থাকা নিয়ে শুরু হয়েছে রাজ্যের শাসক বিরোধী তরজা। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘সবটাই যে জমি জটের কারণ এটা সঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি বাংলার জন্য অজস্র প্রকল্প তৈরি করেছিলেন। প্রাথমিক স্তরে যে অর্থ দেওয়ার সেটা তিনি দিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তিনি রেলমন্ত্রী ছাড়ার পর যখন তিনি বাংলার দায়িত্ব চলে এলেন তারপরে যে সরকার এল তারা যে অর্থ বরাদ্দ করা উচিত তা করেনি। ডানকুনি থেকে ফুরফুরা রেল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন তার জন্য জমি কেনাও শুরু হয়েছিল। সেখানে যারা জমি দিয়েছিল তাদের চাকরির ব্যবস্থা থেকে শুরু করে অর্থ প্রদান সবই শুরু হয়েছিল। পরবর্তীতে ২০১৪ সাল থেকে যে BJP সরকার চলছে তারা একটা টাকাও এই প্রকল্পে বরাদ্দ করেনি।’

ICDS Salary : মুখ ফিরিয়েছে কেন্দ্র, অঙ্গনওয়াড়ির বেতন হবে কী ভাবে? মুখ খুললেন মন্ত্রী
এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘ওরা যে কথা গুলো বলছে পুরোটাই রাজনৈতিক ভাষণ দিয়ে চলেছে। প্রত্যেক বারের বাজটে যে টাকা প্রকল্পের জন্য বরাদ্দ করতে হয় সেই টাকা বরাদ্দ হয়নি বলে প্রকল্পগুলো থমকে রয়েছে। রেল যদি প্রকল্প করতে চায় ফুরফুরা ডানকুনির জন্য কত টাকা বরাদ্দ করলেন তা দেখা গেল না। BJP সরকার আসার পরে ডানকুনি ফুরফুরা শরিফের রেল প্রকল্পে কত টাকা বরাদ্দ করেছে যেখানে কাজ হয়নি টাকা ফেরত গিয়েছে সেরকম কিছু আমাদের দেখাক ! ওরা রাজনৈতিক বক্তব্য রাখছে বাইরে। একটা টাকাও BJP সরকার এই সব প্রকল্পে দেয় না।বাজেটে টাকা দিন, সেই অর্থ দিয়ে কাজ করতে গিয়ে কোনও বাধা এলে সেই জট রাজ্য সরকার নিশ্চই ছাড়ানোর চেষ্টা করবে।’

Taruner Swapna Scheme 2023 : প্রত্যেক পড়ুয়ারা পাবেন ১০ হাজার টাকা, ​কী ভাবে আবেদন করবেন তরুণের স্বপ্ন প্রকল্প?
যদিও মন্ত্রীর বক্তব্যের পাল্টা শ্রীরামপুর সাংগঠনিক জেলা BJP-র সভাপতি মোহন আদক বলেন, ‘পশ্চিমবঙ্গের একাধিক প্রকল্প আটকে রয়েছে। যেটা ৫০ হাজার কোটি টাকার প্রকল্প। কেন্দ্রীয় রেলমন্ত্রী তিনি বারবার পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছেন । পশ্চিমবঙ্গ সরকার জমি অধিগ্রহণ করে রেলকে দিচ্ছে না । ফুরফুরা থেকে ডানকুনি পর্যন্ত যে রেল ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করেছিলেন। কিন্তু তা আটকে রয়েছে। এর ফলে সাধারণ মানুষ প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জমির ব্যবস্থা করে সাধারণ মানুষের পাশে থাকুন। ডানকুনি থেকে ফুরফুরা যাতায়াত করতে পশ্চিমবঙ্গ সরকারের কোন ব্যবস্থা নেই । বিভিন্ন সময়ে রাজ্য সরকার কেন্দ্রের উপর দোষারোপ করেন, বর্তমানে 50 হাজার কোটি টাকার রেল প্রকল্প ভারত সরকার করতে উদ্যোগী হলেও রাজ্য সরকার কোন সহযোগিতা করছে না। পশ্চিমবঙ্গ সরকার জমি জট কাটিয়ে প্রকল্পের কাজের জন্য কেন্দ্রের হাতে জমি তুলে দিক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *