Anupam Hazra: ‘মনে হচ্ছে ED-CBI আসতে পারে তাদের আহবান জানাচ্ছি…’, দুর্নীতিগ্রস্থ TMC নেতাদের শর্তসাপেক্ষে বিজেপিতে ডাক অনুপমের – anupam hazra bjp leader give corrupted tmc leaders a message how they can join bjp


ED, CBI-এর তালিকায় নাম থাকা তৃণমূল নেতাদের BJPতে আহ্বান জানালেন অনুপম হাজরা। বীরভূমের কেন্দুলীর সভা থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য অনুপম হাজরার। বাংলা থেকে একমাত্র BJPর সর্বভারতীয় কেন্দ্রীয় কমিটিতে থাকা এই নেতার মন্তব্যেই ‘BJP ওয়াশিং মেশিন’ থিওরি খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

BJPর কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ দায়িত্ব দিয়েছেন দলের প্রাক্তন সাংসদ অনুপম হাজরাকে৷ দলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে তোপের পর, নাম না করে তথাকথিত গেরুয়া শিবিরের মুখ্য জনপ্রতিনিধিদের বার্তা দেওয়ার পর আবারও বিস্ফোরক মন্তব্য BJP নেতা অনুপম হাজরার।

BJP West Bengal News : Facebook-এ অনুপমের ছবি, BJP কর্মীকে ‘খতম’-এর হুমকি! যত কাণ্ড বীরভূমে

তৃণমূল নেতাদের আহবান

বীরভূমে কেন্দুলির এক সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের মাঝেই বীরভূমের দুর্নীতিগ্রস্থ নেতাদের BJPতে ডাক দিলেন। তিনি বলেন,’ মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী ২০২৪ সালে নরেন্দ্র মোদীজিই হবেন। এই জন্য স্থানীয় তৃণমূল নেতাদের এই দলে সামিল হওয়ার শেষ সুযোগ দিতে চাই। যাদের মনে হচ্ছে তারা রাতারাতি কোটিপতি হয়েছেন। হাতে, গলায় সোনার চেন, ব্রেসলেট, স্করপিও গাড়ি চড়ছেন যেসব নেতা, যাদের মনে হচ্ছে যেকোনও মুহূর্তে ইডি সিবিআই আসতে পারে তাদের খোলা মঞ্চে আহবান জানাচ্ছি। চুরিটা এখন থেকে বন্ধ করুন। আমার ফেসবুক অ্যাকাউন্টে নম্বরও দেওয়া আছে যোগাযোগের, সামনে থেকে এসে BJP যোগের কথা বলতে লজ্জা করলে কানে কানে বলে যান। আগে দুষ্টু বাল্মিকী ছিলাম, এখন সাধক হব মনে করলে BJPর রাস্তা খোলা। ‘ এককথায় ইডি – সিবিআই এর হাত থেকে বাঁচতে তৃণমূল নেতাদের BJPতে আহ্বান জানালেন তিনি। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অনুপম হাজরার এই বক্তব্য সামনে আসতেই জোর শোরগোল রাজ্য রাজনীতিতে।

BJP West Bengal : ‘২৫ কোটির জন্য ফাঁকা প্যাডে সই…’, কেষ্টকে নিয়ে ফের বিস্ফোরক অনুপম

ঠিক যা বললেন অনুপম

রবিবার ইলামবাজারের জয়দেব কেন্দুলির মন্দিরে পুজো দেওয়ার পর সেখানকার জনসভা থেকে BJPর নেতাকর্মীদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দেন তিনি । আর তারপরই ইডি CBI এর লিস্টে নাম থাকা তৃণমূল নেতাদের BJPতে আহবান জানালেন তিনি। এদিনের জনসভা থেকে অনুপম হাজরা বলেন, ‘এমন কোন তৃণমূল নেতা আছেন যাদের মনে হচ্ছে রাতারাতি কোটিপতি হয়েছেন? একটা সিগারেটকে তিনবার খেতেন, একটা বিড়িকে তিনবার খেতেন এখন বড় বড় গাড়ি চড়ছেন, হাতে মোটা মোটা সোনার চেইন। গলায় যেভাবে গরুকে চেন বাঁধেন সেরকম মোটা চেন পরে ঘুরছেন। এই ধরনের যারা নেতা আছেন যাদের মনে হচ্ছে আমরা ইডি সিবিআই নজরে। তারা BJP যোগ দিতে হলে কানে এসে বলে যান, আমরা দেখব আপনাদেরকে কিভাবে কাজে লাগানো যায়। ‘

Yash Dasgupta News : যশ কি এখনও BJP-তেই? নুসরতের ED তলবের মাঝে মুখ খুললেন গেরুয়া শিবিরের নেতারা
এছাড়াও দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলের লোক যদি সবাইকে নিয়ে কাজ না করে, তাহলে দলের লোককেও শিক্ষা দেওয়া হবে। কেন্দ্রীয় নেতাদের সামনে গুড বয় না সেজে, সাংগঠনিক দুর্বলতা স্বীকার করতে শিখুন তা নাহলে আবার ধূপগুড়ি হবে।’পুলিশকেও হুঁশিয়ারি অনুপমের,’পুলিশের কাজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পুলিশের কাজ তোলা তুলে তৃণমূল ব্লক সভাপতিদেরকে মাসের শেষে দেওয়া নয়। ‘



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *