বিদেশে মমতার সফরসূচি
সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার ভোরে আমরা রওনা দেব। সেদিন আমাদের দুবাইতে থাকতে হবে। কারণ সেখান থেকে স্পেনে যাওয়ার মতো কোনও বিমান নেই। বুধবার মাদ্রিদ পৌঁছনোর কথা। বেশ কিছু শিল্প সম্মেলন রয়েছে। মাদ্রিদে তিনদিন থাকব। তারপর সেখান থেকে ট্রেনে করে বার্সেলোনা যাব। সেখানে দু-তিনদিনের বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা হবে। সেখান থেকে আমরা দুবাইতে ফিরে আসব। দুবাইতেও শিল্প সম্মেলন রয়েছে। দেড় দিন দুবাইতে থেকে ২৩ সেপ্টেম্বর আমার এখানে ফিরে আসব।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই ক’দিন আমি থাকছি না। বর্ষার মরশুম চলছে, সেই কারণে বাড়তি সতর্কতা নেওয়া হবে। আমার সঙ্গে মুখ্যসচিবও যাবেন। সেই কারণে আমি আজ মিটিং করে সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। এই ক’দিন সব দায়িত্ব স্বরাষ্ট্রসচিবের উপর থাকবে। বাকি সবাই রয়েছেন। সবাই দায়িত্ব নিয়ে কাজ করবে। ফুটবল কর্তাদের সঙ্গেও কথা হতে পারে। তবই এখনই সবটা বলছি না। তাহালে চমকের কী থাকবে!’
অনুমতি না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ
অতীতে একাধিকবার আমন্ত্রণ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিদেশমন্ত্রক। সাউথ ব্লক থেকে অনুমতি দেওয়া হয়নি মমতাকে। সেই নিয়েও এদিন মুখ খুলেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘পাঁচবছর পর বিদেশ যাচ্ছি। কারণ আমন্ত্রণ থাকা সত্ত্বেও এতদিন আমরা অনুমতি পাইনি। এখনও অনেক আমন্ত্রণ আসে। কিন্তু আমি বেশি দূরে যেতে চাই না, যাতে কোনও প্রয়োজনে ফিরে আসতে পারি। স্পেন এবার আন্তর্জাতিক বইমেলায় আমাদের সঙ্গে কাজ করেছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেও ওরা অংশগ্রহণ করবে বলে আমাদের আশা।’
মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
এদিন রাজ্য মন্ত্রিসভার বেশ কিছু রদবদল ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে নবান্ন-রাজভবন সংঘাতের খবর পাওয়া গিয়েছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই না করার কারণে রদবদল আটকে ছিল বলে নবান্ন সূত্রে জানা গিয়েছিল। সেই নিয়েও এদিন মুখ খুলেছেন মমতা। তিনি বলেন, ‘মন্ত্রিসভার বেশ কিছু রদবদল হয়েছে। রাজ্যপাল গতকাল রাতে এই সংক্রান্ত ফাইলে সই করে দিয়েছেন।’
