প্রদ্যুত্ দাস: তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা। তার পরেই স্কুল কর্তৃপক্ষর নোটিশকে ঘিরে উদ্বেগ অভিভাবক মহলে। স্কুল গেটে পুলিস মোতায়েন চেয়ে থানার দারস্থ স্কুল কর্তৃপক্ষ। এসআইদের মাধ্যমে জেলার সমস্ত স্কুলকে সতর্ক করার পাশাপাশি সচেতনতা প্রচার করতে নির্দেশ দিলেন জেলা স্কুল পরিদর্শক।
আরও পড়ুন-গভীর রাতে হস্টেল ফাঁকা, গেট খুলে পালাল ৫৫ ছাত্রী
বিগত প্রায় এক মাস ধরে ছেলেধরা উদ্বেগ গ্রাস করেছে জলপাইগুড়িতে। জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মারধরের ঘটনাও সামনে এসেছে। উদ্ধারে গিয়ে পুলিসের গাড়ি ভাঙচুর সহ আক্রান্ত হয়েছেন পুলিস কর্মীরাও। এবার আতঙ্কস্থল শহর জলপাইগুড়ি।
গত ৮ সেপ্টেম্বর শহরের মাঝে ফনীন্দ্র দেব প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর এক ছাত্রকে অপহরণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। শুক্রবারের এই ঘটনার কথা ছাত্রের মুখ থেকে শুনে বিষয়টি শনিবার স্কুল কর্তৃপক্ষর নজরে আনেন ওই ছাত্রের অবিভাবক। এরপর গত ৯ তারিখ স্কুল কর্তৃপক্ষ নোটিশ জারি করে।
আজ সোমবার স্কুলে লিখিত অভিযোগ জানান ছাত্রের বাবা। এরপর ক্লাসগুলিতে সচেতনতা প্রচারে নামে বিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশ দিয়ে অবিভাবকদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় হস্তক্ষেপ চেয়ে পুলিস প্রশাসনের দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ।
ঘটনায় উদ্বিগ্ন অবিভাবকেরাও চাইছেন পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করুন। প্রয়োজনে স্কুলে পুলিস দিক। কারন ঘটনার খবরে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে তাদের মধ্যে। ছেলেদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অনেকেই।
ডি আই জলপাইগুড়ি শ্যামল চন্দ্র রায় টেলিফোনে বলেন, ঘটনা নিয়ে থানার দারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। জেলার সমস্ত এস আই দের নির্দেশ দেওয়া হয়েছে সচেতনতা প্রচার করার জন্য স্কুল গুলিকে জানাতে।
ঘটনায় জলপাইগুড়ি পুলিস সুপার উমেশ খান্ডেলওয়াল বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। ইতিমধ্যে জেলা জুড়ে সচেতনতা প্রচার শুরু হয়েছে। তবে এই নিয়ে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।