Dhupguri By Election Result : ইন্ডিয়া জোটে থাকা কি বুমেরাং হচ্ছে? প্রশ্ন সিপিএমের অন্দরেই – cpim is worried about the results of the dhupguri by election as the votes dropped by seven percent


এই সময়: ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল নতুনভাবে ভাবাচ্ছে সিপিএমকে। দলের মধ্যেই প্রশ্ন উঠেছে যে, ধূপগুড়িতে পঞ্চায়েত ভোটে তারা যেখানে ১৩ শতাংশ ভোট পেয়েছিল, মাসখানেক বাদে উপ-নির্বাচনে সেখানেই এক ধাক্কায় সাত শতাংশ ভোট কমে গেল কী ভাবে! সেই প্রেক্ষিতেই মঙ্গলবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে প্রশ্ন ওঠে, ‘ইন্ডিয়া’ জোট সম্পর্কে কী তবে দলের নিচুতলা এবং সাধারণ মানুষের মধ্যে কোনও ভুল ধারণা তৈরি হয়েছে?

Suvendu Adhikari : পরাজয়ে ‘সিপিএম’ সাফাই! ধূপগুড়ির বিপর্যয় নিয়ে মুখ খুললেন শুভেন্দু
তবে এদিনের বৈঠকে সিপিএমের রাজ্য কমিটির সিংহভাগ সদস্যই একটি বিষয়ে একমত যে, বামেরা তৃণমূলকে হারাতে পারে, এই বিশ্বাস এখনও সাধারণ মানুষের মধ্যে ফেরেনি। তাই যেখানে বিজেপির কিছুটা শক্তি আছে, সেখানে তৃণমূল বিরোধী ভোট সিপিএমের বদলে গেরুয়া শিবিরেই চলে যাচ্ছে। বঙ্গ-রাজনীতির এই ‘ন্যারেটিভ’-ই সিপিএমের রাজ্য নেতাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

Dhupguri By Election Result : সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা, ধূপগুড়ি উপনির্বাচনের ফল আজ
কয়েকমাস আগে সাগরদিঘির উপনির্বাচনে সাফল্য পেয়েছিল বাম-কংগ্রেস জোট। তারপর থেকে ‘সাগরদিঘি’ মডেল গোটা রাজ্যে কার্যকরী করার বিষয়ে তৎপর হয় সিপিএম। পঞ্চায়েত ভোটেও এই মডেল অনুসরণ করে বেশ কিছু জায়গায় সাফল্যের মুখ দেখেছিল আলিমুদ্দিন স্ট্রিট। লোকসভা ভোটের আগে ধূপগুড়িতে এই জোট মডেলের কার্যত অ্যাসিড টেস্ট ছিল। কিন্তু সেখানে সিপিএমের কোনও হিসেবই মেলেনি। সাগরদিঘির সাফল্যের ধারা বজায় থাকেনি উত্তরবঙ্গের ধূপগুড়িতে। উল্টে জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে।

Dhupguri By Election : প্রার্থী বাছাইয়ে গলদ ছিল কি, প্রশ্ন কেন্দ্রীয় নেতৃত্বের
এদিন দলের রাজ্য কমিটির বৈঠকে অনেকেই প্রশ্ন তোলেন, সর্বভারতীয়স্তরে ‘ইন্ডিয়া’ জোটে তৃণমূলের সঙ্গে সামিল হওয়ার প্রভাবই কি ধূপগুড়িতে পড়েছে? কারণ, পঞ্চায়েত ভোট পর্যন্ত কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে চলায় সেরকম কোনও নেতিবাচক প্রভাব জনমানসে পড়েনি বলেই বামেদের মূল্যায়ন। তাই ধূপগুড়িতে কংগ্রেসের সঙ্গে শক্তিশালী জোটের বার্তাই সিপিএমের তরফে দেওয়া হয়েছিল প্রবলভাবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির সঙ্গে মহম্মদ সেলিমকে এক মঞ্চে সভা করতেও দেখা গিয়েছিল।

G20 Special Dinner : ডিনারে যোগী-শাহের পাশে মমতার সিট! অধীরের প্রশ্নে তোপ তৃণমূলের
এমনকী, মঞ্চ থেকে জোট প্রার্থীকে শপথগ্রহণও করানো হয় যে, জিতে গেলে তিনি যেন দলবদল না করেন। সিপিএমের রাজ্য কমিটির এক সদস্যের কথায়, ‘এতদিন আমরা প্রচার করতাম, তৃণমূলের সঙ্গে বিজেপির জোট রয়েছে। কিন্তু ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পরে বিজেপি পাল্টা প্রচার শুরু করেছে। ওরা এখন বলছে, তৃণমূল আর সিপিএম আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মানুষ এই ন্যারেটিভ বিশ্বাসও করতে শুরু করেছে। তারই ফলশ্রুতি ধূপগুড়িতে আমাদের ভরাডুবি।’

INDIA Alliance Co Ordination Committee Meeting : সমন্বয় বৈঠকে কি মিলবে সিট শেয়ারিংয়ের ফর্মুলা? আজ ‘ইন্ডিয়া’র কোঅর্ডিনেশন কমিটির মিটিং
এদিন দলের রাজ্য কমিটির বৈঠকে এই চক্রব্যুহ থেকে বের হওয়ার রাস্তাও খোঁজেন সিপিএম নেতারা। দলের একাংশের ব্যাখ্যা, তৃণমূলের সঙ্গে সিপিএমের বোঝাপড়ার অভিযোগের যে কোনও ভিত্তি নেই, সেটা যেনতেন প্রকারে এবং দ্রুত মানুষকে বিশ্বাস করাতে হবে। না হলে, লোকসভা নির্বাচনেও ধূপগুড়ির মতো খেসারত চোকাতে হবে আমাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *