Purba Bardhaman Shoot Out : ফের শ্যুট আউট বর্ধমানে! বাড়িতেই গুলিবিদ্ধ ব্যবসায়ী, গ্রেফতার অভিযুক্ত – purba bardhaman businessman wounded for a shoot out at khandaghosh area


Purba Bardhaman জেলায় ফের শ্যুট আউট। গুলিবিদ্ধ এক যুবক। আহত যুবকের নাম অভিজিৎ রায় ওরফে দুষ্টু। ঘরের মধ্যে যুবককে লক্ষ্য করে গুলি করে পালায় দুষ্কৃতী। ব্যবসায়িক আর্থিক লেনদেনের কারণে এই গুলি চালনার ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবক বিকু সেখ-কে জামালপুর এলাকা থেকে গ্রেফতার করেছে খন্ডঘোষ থানার পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Purba Bardhaman News : সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের শিকার? বর্ধমানে মর্মান্তিক মৃত্যু ৩ শ্রমিকের, অসুস্থ ২
কী ঘটনা ঘটেছে?

ফের গুলি চালনার ঘটনা পূর্ব বর্ধমানের খন্ডঘোষের কৈয়ড় অঞ্চলের আড়িন গ্রামে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অভিজিৎ রায় ওরফে দুষ্টু নামে ২৬ বছরের যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবক পুরনো গাড়ি কেনাবেচা করতো। সেই সূত্রে আজ বুধবার বাড়িতে টাকা আদায়ের জন্য আসে এক যুবক।

WBSEDCL Helpline Number : যখন তখন লোডশেডিংয়ের সমস্যায় বিরক্ত? জানুন দুই বর্ধমানের বিদ্যুৎ দফতরের নম্বর
এরপর কী হয়?

গুলিবিদ্ধ যুবক জানিয়েছে, এরপর তাঁর সঙ্গে দশ হাজার টাকা লেনদেনের বিষয়ে বেশ কিছুক্ষণ কথা হয় ওই যুবকের। এরপর বাথরুমে ঢুকে যায় অভিজিৎ। বাথরুম থেকে বের হতেই অভিজিৎকে গুলি চালায় ওই যুবক বলে দাবি। গুলি চালনার পরেই বাইক নিয়ে চম্পট যায়। ঘটনার পর প্রতিবেশী ও পুলিশ জখম যুবকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

Purba Bardhaman News : ফিল্মি কায়দায় ছিনতাইয়ের রমরমা, বর্ধমান থেকে গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী
তদন্তে নেমেছে পুলিশ

ঘটনাস্থল অর্থাৎ গুলিবিদ্ধ যুককের বাড়িতে আগে সিসি ক্যামেরা লাগানো থাকেলেও গত সপ্তাহ দুয়েক আগে সেই দুটি ক্যামেরা খুলে এনে নিজের দোকানে লাগায়। তারপরেই এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত করে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ যুবক কয়েকজনের নাম জানায়। এরপরেই বিকু সেখ-কে জামালপুর এলাকা থেকে খণ্ডঘোষ থানার পুলিশ গ্রেফতার করে।

Bardhaman News : খুনে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ! রক্তাক্ত আইসি!

বর্ধমানে শ্যুট আউটের ঘটনা

একের পর এক শ্যুট আউটের ঘটনা ঘটছে বর্ধমান জেলায়। অগাস্ট মাসের শেষেই পূর্ব বর্ধমান জেলার জোতরাম এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী খোকন দাস। জানা যায়, সাত সকালে দোকান খোলার পরেই এক দুষ্কৃতী দোকানে এসে। সে ওই দোকানের সোনার গয়না লুঠ করার চেষ্টা করে বলে অভিযোগ। তখন ওই স্বর্ণ ব্যবসায়ী বাধা দিলে বন্দুক থেকে গুলি চালায় দুষ্কৃতী। এরপরেই সেখান থেকে পালিয়ে যায় সে। একের পর এক শ্যুট আউটের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। দুষ্কৃতী দমনের ব্যাপারে এবং বেআইনি অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *