Naihati Ferry Service : ঝাঁ চকচকে হচ্ছে নৈহাটি ফেরিঘাট? বিশ্বব্যাঙ্ক থেকে বিপুল অর্থ সাহায্যের ঘোষণা পুরপ্রধানের – naihati ferry service will be renovated with the financial help from world bank


Naihati Ferry Ghat এবার হতে চলেছে বিশ্বমানের। বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় অত্যাধুনিক মানে করে গড়ে তোলা হবে এই ফেরি ঘাট। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নতুন কিছু পরিষেবা চালু করা হবে ঘাটে।

Naihati News : ‘টার্গেট’ স্থানীয়রা, অভিনব কায়দায় কোটি কোটি টাকা প্রতারণা! জালে নৈহাটির দম্পতির
কী ব্যবস্থা হচ্ছে?

বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় অত্যাধুনিক মানের জেটিঘাট তৈরি হতে চলেছে নৈহাটি পুরসভা পরিচালিত নৈহাটি ফেরিঘাট। প্রায় 62 কোটি টাকা ব্যয়ে উন্নত মানের জেটিঘাট তৈরি করতে নৈহাটি জেটিঘাট তৈরি হতে চলেছে। তবে জায়গা সমস্যা থাকায় নৈহাটি ফেরিঘাট এর জায়গায় রামঘাটে এই অত্যাধুনিক জেটি করলে ভালো হয় বলে জানান নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।

Boro Maa Naihati : বড়মার মন্দিরে ঘটা করে ভূমিপুজো! দুর্গাপুজো শেষ হতেই ভক্তদের জন্য বড় চমক
কী জানালেন পুর প্রধান?

নৈহাটি পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিশ্বব্যাঙ্ক এর প্রকল্পে এই কাজ হলে সাধারন মানুষের অনেক সুবিধা হবে। যাত্রী নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্য আরও উন্নত হবে। সেই কারণে একাধিক উন্নত মানের পরিষেবা রাখা হবে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হতে পারে বলে জানান তিনি। তবে সৌন্দর্যায়ন হলেও নদীতে ড্রেসিং না হলে সমস্যা মিটবে না, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ করা উচিত বলেও জানান তিনি।

Kalyani Expressway : শ্যামনগরে ভাঙল রেলগেট, ধীরে চলছে ট্রেন! কল্যাণী এক্সপ্রেস ওয়েতে পৌঁছতেও ভোগান্তি
হাজার মানুষের যাতায়াত

উত্তরের শহরতলির জলপথ পরিবহণের জন্য অন্যতম যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে এই নৈহাটি ফেরিঘাট। প্রতিদিন নৈহাটি এবং ওপারের চুঁচুরার ফেরি ঘাটে মধ্যে কয়েক হাজার মানুষের যাতায়াত রয়েছে। দুই জেলার মধ্যে জলপথ পরিবহণের অন্যতম মাধ্যমে হিসেবে ব্যবহার হয় এই ফেরি ঘাট। উল্লেখ, প্রতিদিন কমপক্ষে প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন এই ঘাট দিয়ে। নৈহাটি ফেরিঘাটে যাওয়ার রাস্তা রয়েছে অরবিন্দ রোড। ওই রাস্তায় নৈহাটির বড়মার মন্দির রয়েছে। সেখানেও প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করেন মন্দির ও মাকে দর্শনে।

Naihati Boro Maa: ২০০০ কেজি পোলাও, বড়মা-র অন্নকূট উৎসবে এলাহি আয়োজন

নৈহাটি ঘাটের সংস্কার

এর আগেও নৈহাটি ঘাটের সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল নৈহাটি পুরসভার তরফে। এর আগে নৈহাটি ফেরি ঘাট সার্ভিস বড় মায়ের নামে করা লর জন্যেও প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে নৈহাটি ফেরিঘাটের জরাজীর্ণ অবস্থা হয়ে ছিল। সেই নিয়ে ক্ষোভ জমেছিল সাধারণ মানুষের মধ্যে। এরপরেই নৈহাটি ফেরিঘাটকে উন্নত মানের আকারে গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া শুরু হয় পুরসভার তরফে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিশ্ব ব্যাঙ্কের সাহায্যে এবার ঘাটের পুরো চিত্রটা বদলে যাবে আশায় স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *