Puja Parikrama 2023 : পুজো পরিক্রমা এবার ঐতিহ্যবাহী ট্রামে? স্পেশাল ভাবনা পরিবহণ দফতরের – this year puja parikrama may be conducted by tram behalf of west bengal transport department


সামনেই পুজো। অন্যান্যবারের মতো এবারেও পুজো পরিক্রমার ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ দফতরের। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সেই বিষয়ে বিস্তারিত জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ক’টি পুজো দেখান হবে, কী ভাবে দেখান হবে, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানান পরিবহণমন্ত্রী।

এবার ট্রামে ঠাকুর দেখা?
স্নেহাশিস চক্রবর্তী জানান, এই বারে মোট ২৪টি পুজো পরিক্রমা করানো হবে। সঙ্গে থাকবে ২টি বনেদি বাড়ির পুজোও। এছাড়া ট্রামের মাধ্যমেও পুজো পরিক্রমা করানো যায় কি না সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। কারণ যেহেতু ট্রাম নির্দিষ্ট লাইনে চলে, তাই যে কোনও জায়গায় দাঁড় করানো যায় না। কারণ তাতে অন্যান্য গাড়ির চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তাই সেই ধরণের সমস্যা এড়িয়ে কী ভাবে ট্রামে করে ঠাকুর দেখান যেতে পারে, সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে। আরও ১-২ দিন পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তবে এবার যে ট্রামের মাধ্যমে ঠাকুর দেখানর পরিকল্পনা রয়েছ, তা জানিয়ে দেন মন্ত্রী।

Bus Service In West Bengal : আড়াইশোর বেশি বাস নামাচ্ছে পরিবহণ দফতর, মেকওভার পুরনোগুলিরও
পুজোয় থাকছে নাইট সার্ভিস
এখানেই শেষ নয়, অন্যান্যবারের মতো এবারেও পুজোর সময় থাকবে বাসের নাইট সার্ভিস। প্রয়োজনে বাসের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে বলেও জানান স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গতবারের মতো এবারেও বৃদ্ধাশ্রমের আবাসিকদের পুজো দেখানর পরিকল্পনা রয়েছে বলেও জানান পরিবহণমন্ত্রী।

এবারেও শপিং স্পেশাল বাস
এদিকে আর কয়েকদিন পরেই পুরোদমে শুরু হয়ে যাবে পুজোর কেনাকাটা। সেক্ষেত্রেও গতবারের মতো এবারে রাখা হবে শপিং স্পেশাল বাস। পুজোর কেনাকাটা শুরু হলে হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশেনর মতো জায়গাগুলিতে মিলবে এই পরিষেবা। তাতে শপিং স্পেশাল লেখা থাকবে বলেও জানান মন্ত্রী।

NBSTC Bus: পুজোর আগেই সুখবর, বাসিন্দাদের দাবি মেনে শিলিগুড়িতে ফের শুরু হচ্ছে সিটি বাস পরিষেবা
প্রসঙ্গত, বাস পরিষেবা আরও উন্নত করতে একের পর এক পদক্ষেপ করছে রাজ্য পরিবহণ দফতর। কয়েকদিন আগে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, আরও আড়াইশো থেকে পৌনে তিনশো বাস কেনা হচ্ছে। এছাড়াও যে সমস্ত বাসের সিটে সমস্যা রয়েছে, বা রঙ চটে গিয়েছে সেগুলিকেও সারিয়ে ফেলার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি বলেছিলেন, ‘আমরা আড়াইশো-পৌনে তিনশোর মতো নতুন বাস কেনার অর্ডার দিয়েছি, তার মধ্যে কিছু থাকছে সিএনজি, কিছু ইলেকট্রিক ও কিছু জিডেলও।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *