Rainfall Forecast : ‘হালকা রেস্ট’ নিয়ে ফের ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, বিশ্বকর্মা পুজোয় দক্ষিণবঙ্গে দুর্যোগ – south bengal districts may witness rainfall during vishwakarma puja and ganesh puja this year


বিশ্বকর্মা পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! শুক্রবারের পর অল্প ‘রেস্ট’ নিতে চলেছে আবহাওয়া। শনিবার থেকে বাড়বে গরম। সঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য। কিন্তু, সোমবার থেকে আবারও বদল হবে আবহাওয়া। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়। গণেশ পুজোর দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলায়।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
গত কয়েক দিনের বৃষ্টিতে শহর কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছে। দিন এবং রাতের তাপমাত্রার ব্যবধানও অনেকাংশে কম। ফলে শনিবার সকাল পর্যন্ত স্বস্তিদায়ক আবহাওয়া। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এই স্বস্তি উধাও হতে চলেছে।

Rain Forecast in Kolkata: শক্তি বাড়িয়েই নিম্নচাপের ‘ফোঁস’! বৃহস্পতিতে দক্ষিণবঙ্গে দিনভর দুর্যোগ
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮৭ শতাংশ।

শনিবার তাপমাত্রা ফের বাড়তে পারে। রবিবারও গরম বাড়াবে অস্বস্তি। কিন্তু, সোমবার থেকে ফের ভোলবদল আবহাওয়ার। কলকাতায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

Rainfall Forecast : ‘ফুল ফর্মে’ নয়া ঘূর্ণাবর্ত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শনিবার নিম্নচাপের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে শহরে। সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার জেরে অস্বস্তি চরমে উঠবে। সোমবার রাজ্যে ফের হাওয়া বদল। বুধবার পর্যন্ত রাজ্যে চলবে বৃষ্টিপাত।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর ওডিশা পার হয়ে আপাতত মধ্যপ্রদেশে অবস্থান করছে। ফলে এর প্রভাব বাংলায় একেবারেই কম। কেবলমাত্রা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

Kolkata Today Weather : বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, ‘গরম মেজাজ’ বদলে বুধ থেকেই তুমুল দুর্যোগ কলকাতা সহ জেলায় জেলায়
এছাড়াও উত্তরপ্রদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে পূর্ব-পশ্চিম দিকে। যা ওডিশা-দিঘা হয়ে উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝাও তৈরি হয়েছে শুক্রবার বিকেলে।

ঘূর্ণাবর্তের প্রবল প্রভাব বঙ্গে? কী বলছে হাওয়া অফিস?

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাত।

Weather Forecast : ঘূর্ণাবর্ত রূপ নিয়েছে নিম্নচাপের, আগামী ৩ দিন একাধিক জেলায় ভারী বৃষ্টি
উল্লেখ্য, উত্তাল থাকবে আন্দামান সাগর। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *