Hooghly News: গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে কুমির! ব্যাপক আতঙ্ক হুগলির হিন্দমোটরে – some locals claims that crocodile seen in hooghly hindmotor ganges


হুগলিতে কুমিরের আতঙ্ক। কাটোয়া মুর্শিদাবাদে গঙ্গায় কুমির দেখা গেছে সম্প্রতি। হুগলির হিন্দমোটর উত্তরপাড়া এলাকার গঙ্গায় লম্বাটে একটি প্রাণীকে গঙ্গায় ভাসতে দেখা গেলো শুক্রবার। হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাট এলাকায় গঙ্গায় ভেসে থাকতে দেখা যায় একটি লম্বা কাঁটা যুক্ত লেজওয়ালা প্রাণীকে। কুমির আতঙ্ক ছড়ায়। এর আগে কোনদিনও দেখা যায়নি। গত দু-তিনদিন ধরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কুমিরের। এর ফলে অনেকেই গঙ্গায় নামতে ভয় পাচ্ছেন। বালি থেকে শুরু করে শেওড়াফুলি পর্যন্ত গঙ্গার পার এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ।বিষয়টি প্রশাসন কেউ জানানো হয়েছে বলে দাবি স্থানীয়দের।

Ferry Service In West Bengal : ভাগিরথী তীরবর্তী দুই জেলায় এবার ২৪ ঘণ্টা ফেরি পরিষেবা, আরও সহজে পৌঁছন যাবে কলকাতা
গঙ্গার পাড়ে বেড়াতে আসা এক বাসিন্দা, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন , ‘আজকে দেখলাম গঙ্গার কাছাকাছি একটি কুমির ভাসছে । ঘাটে অনেকেই স্নান করে। অনেকেই আজ এই ভয়ে গঙ্গায় নামছেন না। ছোটবেলা থেকে গঙ্গায় স্নান করছি, কোনদিনও দেখা যায়নি এই প্রথম দেখলাম। বনদফতরের বিষয়টির উপর নজর দিক এবং প্রাণীটিকে ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে।’

Snake Bite : মোবাইল গেমে বুঁদ বালক! পেছন থেকে সাপের ছোবল, মর্মান্তিক ঘটনা বসিরহাটে
২০২১ সালে ৭ ডিসেম্বর শেওড়াফুলি কালিবাবুর ঘাটে একটি মৃত কুমির উদ্ধার করে বন দফতর। তারপর আর হুগলির গঙ্গায় কুমির দর্শন হয়নি।তবে এদিন জলচর চতুষ্পদ প্রাণীটিকে দেখে আতঙ্ক ছড়ায়। ভয়ে শিবতলা শ্মশান ঘাটে স্নান করতে নামতে চায়নি অনেকে। স্থানীয় পুরসভা প্রশাসন থেকে বন দফতরকে খবর দেওয়া হয় প্রাণীটি কুমির না ঘড়িয়াল তা খতিয়ে দেখার জন্য। ওটি ঘড়িয়াল না কুমির তা এখনও জানা যায়নি।

Bankura News : বাঁকুড়ার জঙ্গলে লুকিয়ে বহু অজানা প্রাণী, এবার সন্ধান পাবে বনদফতর
হুগলির বলাগড়ের চর খয়রামারি এলাকায় এক সময় অনেক ঘ[য়ালের দেখা মিলত।এখন তা বিলুপ্ত প্রায়। শিবতলা শ্মশান ঘাটে স্নান করতে নামতে চায়নি অনেকে।স্থানীয় পুরসভা প্রশাসন থেকে বন দফতরকে খবর দেওয়া হয় প্রাণীটি কুমির না ঘড়িয়াল তা দেখার জন্য। হুগলির বলাগড়ের চর খয়রামারি এলাকায় এক সময় অনেক ঘড়িয়ালের দেখা মিলত।এখন তা বিলুপ্ত প্রায়।

TMC Leader Arrested: তরুণীকে রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে শ্লীলতাহানি! মারাত্মক অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
প্রসঙ্গত, সুন্দরবনে মাঝেসাজেই লোকালয়ে ঢুকে পড়ে বিশালাকৃতি কুমির। মাস কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা এলাকায় ঢুকে পড়ে বিশাল কুমির। পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দন পুর গ্রাম পঞ্চায়েতের ভুলুগিরির ব্রীজ সংলগ্ন এলাকায় সুতি খাল থেকে সকালে হঠাৎ করে একটি কুমিরকে লোকালয়ে দেখতে পাওয়া যায়। এরপরেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেই কুমিরকে জালবন্দি করে নিয়ে যায় বনদফতর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *