Kolkata Traffic Update : উইকেন্ডেও রাস্তায় যানজটের ভোগান্তি? একনজরে শনিবারের ট্রাফিক আপডেট – kolkata traffic update on 16 september saturday instructed by kolkata traffic police


আজ, শনিবার Kolkata Traffic Update কেমন থাকবে? রাস্তায় বেরিয়ে যানজটে ভোগান্তি হতে পারে? কোন রাস্তায় মিটিং মিছিল রয়েছে? বৃষ্টির ভ্রুকুটি মাঝে যান চলাচল কিছুটা স্লো থাকবে থাকবে, শহরে কোনও রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা, জেনে নিন আজকের কলকাতা ট্রাফিক আপডেট।

Rainfall Forecast : ‘হালকা রেস্ট’ নিয়ে ফের ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, বিশ্বকর্মা পুজোয় দুর্যোগের ভ্রূকুটি
শহরে মিটিং-মিছিল?

কলকাতা পুলিশের লালবাজার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আজকে শহরে বড় কোনও মিটিং মিছিল নেই। সকাল থেকে শহরে যান চলাচল মোটের উপর স্বাভাবিক রয়েছে। সকালের দিকে ট্রাফিক কিছুটা স্লো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাফিকের গতি স্বাভাবিক হবে বলেই মনে করা হচ্ছে।

Breastfeeding Centre : মডেল শৌচালয়ে শহরের প্রথম ব্রেস্ট ফিডিং সেন্টার
যানজট হওয়ার সম্ভাবনা?

প্রসঙ্গত, কলকাতায় দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সকাল ৬টার পর থেকে বড় পণ্যবাহী যান চলাচল কলকাতার রাস্তায় বন্ধ করা হয়েছে। এছাড়াও সকালের দিকে স্কুল ছুটির সময় সংশ্লিষ্ট রাস্তা গুলিতে যানজট কমানোর জন্যেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্কুল ছুটির আগেই যাতে স্কুলের সামনের রাস্তায় যানজট না হয়, সে কারণে ছুটির অনেকক্ষণ আগে গাড়ি নিয়ে দাঁড় করানো যাবে না স্কুলের সামনে। নচেৎ পাঁচশো টাকা জরিমানা করার নির্দেশ জারি হয়েছে।

Justice Abhijit Ganguly : ‘গরিবের টাকা নিয়ে ছেলেখেলা…’, রাজ্যকে ৫০ লাখ জরিমানা ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বৃষ্টিতে বাড়তি দুর্ভোগ?

অন্যদিকে, আবহাওয়া দফতরের খবর অনুযায়ী শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। বৃষ্টিমুখর শহরে কিছুটা রোদের ছটা দেখতে পাবেন শহর বাসীরা। তবে কলকাতার রাস্তায় জল জমে যান চলাচল বিঘ্ন ঘটায় কোনও খবর নেই।

ঘূর্ণাবর্তের জোড়া ফলা! ভাসবে শহর কলকাতা?

ট্রাফিক আইন মেনে যাতায়াত

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, জন সাধারণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য। সিগন্যাল মেনে রাস্তা পারাপার, বাইক আরোহীদের হেলমেট পরার ব্যাপারে কড়া নির্দেশ রয়েছে। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রতি মুহূর্তে ট্রাফিক আপডেট দিয়ে দেওয়া হবে। এছাড়াও কলকাতা পুলিশের টোল ফ্রি নম্বর 1037 এবং 9830811111 নম্বরে ফোন করে ট্রাফিক আপডেট জেনে নেওয়া যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *