Weather Report : নতুন করে সাগরে তৈরি ঘূর্ণাবর্ত, সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! – south bengal may witness rainfall again as new cyclonic circulation form over bay of bengal


ঘূর্ণাবর্তের পর ঘূর্ণাবর্ত। উৎসব এলেই যেন বৃষ্টিতে ভেজাতে ইচ্ছে করে আবহাওয়ার। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। তা তৈরি হবে অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা সংলগ্ন উপকূলে। এরই জেরে বিশ্বকর্মা পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গজুড়েই হবে বৃষ্টিপাত।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Kolkata Today Weather : বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, ‘গরম মেজাজ’ বদলে বুধ থেকেই তুমুল দুর্যোগ কলকাতা সহ জেলায় জেলায়
তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। কলকাতা এদিন ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ। সোমবার থেকে ফের একবার বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে কমবে তাপমাত্রা।

Kolkata Rain: পুজো শপিংয়ে ঘূর্ণাবর্তের ‘গ্রহণ’! রবিতে ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি?
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
নতুন করে বৃষ্টিপাতের জন্য এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। কিন্তু, রবিবার কোথাও ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার বিশ্বকর্মা পুজো। পুজোর দিন নতুন তৈরি হওয়া ঘূর্ণাবর্তদের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। গণেশ পুজোতেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। সোমবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে।

Rain Forecast in Kolkata: শক্তি বাড়িয়েই নিম্নচাপের ‘ফোঁস’! বৃহস্পতিতে দক্ষিণবঙ্গে দিনভর দুর্যোগ
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত সেখানে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়বে অস্বস্তি। বৃহস্পতিবার থেকে ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Weather Forecast : ঘূর্ণাবর্ত রূপ নিয়েছে নিম্নচাপের, আগামী ৩ দিন একাধিক জেলায় ভারী বৃষ্টি
একনজরে দেশের আবহাওয়া
পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং তেলেঙ্গানাতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণাবর্তের জোড়া ফলা! ভাসবে শহর কলকাতা?

এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রাজস্থান, কঙ্কন ও গোয়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটে জানা যাচ্ছে এমনটাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *