EM Bypass Kolkata : Bypass-এর উপর নয়া ফুটওভার ব্রিজ! চিংড়িঘাটায় ‘জ্যাম’ কমাতে প্রস্তাব কলকাতা পুলিশের – kolkata police proposed to make new foot over bridge near chingrighata flyover for pedestrians


ইএম বাইপাসের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় চিংড়িঘাটা। এবার এই চিংড়িঘাটাতে নয়া ফুটওভার ব্রিজ তৈরির প্রস্তাব দিল কলকাতা পুলিশ। চিংড়িঘাটার বাইপাস কানেক্টরের এই ব্রিজ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে পুলিশের তরফে। পথচারীদের চলাচলের সুবিধার্থে পশ্চিমে চিংড়িঘাটা ফ্লাইওভার ও পূর্বে টাপুরিয়া কাছের এলাকায় সংযোগকারী ফুট ওভার ব্রিজ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে

Kolkata Traffic Update : বুধে জোড়া মিছিল, গাছ উপড়ে বন্ধ রাস্তা! অফিসের পথে ভোগান্তি এড়াতে কোন পথ ধরবেন?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিংড়িঘাটা ফ্লাইওভারের দিকে যাওয়া যানবাহনগুলিকে প্রায়শই ফ্লাইওভারের দিকে যাওয়ার সিগন্যালে থামতে হয়। বাইপাসের উপর দিয়ে পথচারীদের রাস্তা পারপার হওয়ার জন্যই মূলত গাড়িচালকদের সিগন্যালের মাধ্যমে থামানো হয়। ব্যস্ত সময়ে পথচারীদের রাস্তা পার হওয়ার সময় বাইপাসের উপর যানবাহনের লাইন লেগে যায়। ফলে যানযট তৈরি হয়। এই পরিস্থিতির বদল চাইছে পুলিশ।

কলকাতা পুলিশের এক সিনিয়র অফিসার ওই ইংরেজি দৈনিককে বলেন, ‘বছর দুয়েক আগে চিংড়িঘাটা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় একটি বড় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ তৈরি হয়। তখনই চিংড়িঘাটা ক্রসিংয়ে ওই সিগন্যাল বসানো হয়েছে। পথচারীদের রাস্তা পারপার করা ছাড়া ওই সিগন্যালের কোনও ভূমিকা নেই। চিংড়িঘাটায় পথচারীদের চলাচলের জন্য ফুট ওভার ব্রিজ তৈরি করা হলে ট্রাফিকের গতি মসৃণ হবে। পথচারীরাও ঝুঁকিহীনভাবে রাস্তা পারপার করতে পারবে।’

Baruipur Bypass : রাত নামলেই ‘অন্ধকার’ আতঙ্ক! বারুইপুর বাইপাস নিয়ে সমস্যায় পথচারী-গাড়িচালকরা
বাইপাস সংলগ্ন চিংড়িঘাটার পূর্ব মূলত দুটি অঞ্চল রয়েছে- সুকান্তনগর ও টাপুরিয়াঘাটা। পুলিশ জানিয়েছে, এই দুটি অঞ্চলের অধিকাংশ অধিবাসীদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাইপলাইনগুলি থেকে পানীয় জল আনতে প্রতিদিন বাইপাস পেরিয়ে পশ্চিমের বিপরীত প্রান্তে যেতে হয়। অনেক সাইকেল নিয়ে জল আনার জন্য ব্যস্ত সময়ে ইএম বাইপাস পার করে।

৩১ নতুন পদের বিজ্ঞপ্তি জারি! ভাঙড় মহিলা থানায় দ্রুত নিয়োগ
গত ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বায়ু বিহার কমপ্লেক্সের নিকট ২৭ মিটার দীর্ঘ ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন। পথচারাদীরে যাতায়াতের জন্যই এই ব্রিজ চালু করা হয়েছিল। প্রস্তাবিত দ্বিতীয় ফুটওভার ব্রিজ চালু হলে সেটি এই এলাকার দ্বিতীয় ফুট ওভার ব্রিজ হবে। সকালের ব্যস্ত সময়ে বাইপাস ধরে চিংড়িঘাটা ফ্লাইওভারের দিকে যাওয়া যানবাহনগুলিকে সায়েন্স সিটির দিকে মোড় নেওয়ার আগে মেট্রোপলিটন মোড়ের পরপরই একটি সিগন্যালে থামতে হয়। কলকাতা পুলিশ চাইছে নয়া প্রস্তাবিত ফুটওভার ব্রিজটি নগরোন্নয়ন দফতর ও মেট্রোরেল যৌথভাবে অর্থ বরাদ্দ করুক। এখন কবে এই ব্রিজের কাজ শুরু হয় সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *