বিদ্যুর বণ্টণ কোম্পানি সূত্রে জানা গিয়েছে, উন্নত প্রযুক্তির এবি কেবল রবারের আস্তরণে ঢাকা থাকে। আগামী দিন ঝড়, বৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ওই তার ছিঁড়ে যাবে না। ফলে স্থানীয় বাসিন্দাদের আগের তুলনায় ঝুঁকি অনেকটাই কমবে। ইতিমধ্যেই মালদার বিভিন্ন এলাকায় সমীক্ষা ও তদারকির কাজ শুরু করেছে বিদ্যুৎ দফতর। বিদ্যুৎ কোম্পানি গোটা কাজ শেষ করার জন্য আগামী দেড় বছরের লক্ষ্যমাত্রা নিয়েছে।
বিদ্যুৎ বণ্টন কোম্পানি সূত্রে খবর, মালদা জেলার কালিয়াচক ১, হরিশ্চন্দ্রপুর ১, মানিকচক, পুরাতন মালদাস, ইংরেজবাজার, গাজোল, রতুয়াসহ বিভিন্ন ব্লকে এই সাব স্টেশনগুলি তৈরি করা হবে। মালদার জেলার মোট ১৫টি ব্লকে এই AB cable লাগানো হবে বলে জানা গিয়েছে। এই বিশেষ ধরনের তার ব্যবহারের ফলে গ্রামাঞ্চলে হুকিং করে বিদ্যুৎ চুরির প্রবণতা কমবে। চুরি রোখাও এই পদক্ষেপের অন্যতম কারণ বলেও জানা গিয়েছে।
বিদ্যুৎ বণ্টন কোম্পানির মালদহ বিভাগের রিজিওনাল ম্যানেজার উজ্জ্বল রায় এ প্রসঙ্গে একটি দৈনিক পত্রিকাকে বলেন, ‘আরও সুষ্ঠভাবে বিদ্যুৎ পরিষেবা দিতে এই জেলায় ১০টি সাব স্টেশন তৈরি করা হবে। এখন সমীক্ষার কাজ চলছে। পুজোর পর থেকেই জোরকদমে কাজ শুরু হবে। মালদা জেলায় ১২০০ কিলোমিটার জুড়ে এবি কেবল বসানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৭৫০ কিলোমিটার কেবল বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। ডিসেম্বরের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে।’
ওই আধিকারিক আরও বলেন, ‘পুজোর পরে আরও একটি নতুন প্রজেক্টের কাজ শুরু করা হবে। সেখানে মালদা জেলায় ৭০০০ কিলোমিটার এই বিশেষ ধরনের তার বসানো হবে। পুজোর পর এই কাজ শুরু হলে, আগামী দেড় দু-বছরের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। এত বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনাও অনেকটাই কমবে, সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হবে না।’