শ্রীভূমি স্পোর্টিং ক্লাব – পুজোর সময় উৎসবপ্রেমী মানুষের অন্যতম গন্তব্য হয়ে ওঠে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতিবছরই অভিনব থিমের মধ্যে দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম হয় শ্রীভূমি। এই বছর তাদের ভাবনা ডিজনিল্যান্ড। সেই আদলেই গড়ে উঠছে তাদের মণ্ডপ। ক্লাবকর্তাদের আশা, বিগত বছরগুলির মতো, এবারেও ভিড় উপচে পড়বে তাঁদের পুজো মণ্ডপে।
সুরুচি সংঘ – দক্ষিণ কলকাতার অন্যতম বিগ বাজেটের পুজো আয়োজক সুরুচি সংঘ। এই বছর তাদের ভাবনা ‘মা তোর একই অঙ্গে এত রূপ…’। শিল্পী গৌরঙ্গ কুইল্যা। এছাড়াও এই বছর, প্লাস্টিক বর্জনের বার্তা দিতেও বিশেষ পদক্ষেপ করা হচ্ছে সুরুচি সংঘের পক্ষ থেকে।
সন্তোষ মিত্র স্কোয়ার – কলকাতার আরও এক বিখ্যাত পুজো কমিটি সন্দোষ মিত্র স্কোয়ার। প্রতিবছরই লাখ লাখ দর্শনার্থী ভিড় জমান এই মণ্ডপে। এই বছর অযোধ্যার বিখ্যাত রামমন্দিরের আদলে তৈরি হচ্ছে তাদের প্যান্ডেল।
জগৎ মুখার্জী পার্ক – উত্তর কলকাতার অন্যতম বড় পুজো হয় জগৎ মুখার্জী পার্ক। এই বছর এখানকার পুজোর থিম ‘ন্যুড মডেল’। সমগ্র থিমটিই তৈরি হচ্ছে বিখ্যাত ‘ন্যুড মডেল’ ফুলকুমারী দাসকে ঘিরে।
পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী – শহরে আরও এক জনপ্রিয় পুজো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। মহিলাদের ‘পিরিয়ড’ বা ‘ঋতুস্রাব’কে ঘিরেই কমিটির এবারের ভাবনা। থিমের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘এবার অবগুণ্ঠন খোলো’।
বাদামতলা আষাঢ় সংঘ – প্রত্যেক বছর এই পুজোতেও উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। রীতিমতো লাইন দিয়ে দেখা মেলে প্রতিমার। এই বছর কমিটির থিম ‘প্রতিরূপ’।
ভবানীপুর মুক্তদল – দক্ষিণ কালীঘাট সংলগ্ন এই পুজোও বেশ জনপ্রিয় দর্শনার্থীদের মধ্যে। এই বছর ৭৫ বর্ষে পদার্পণ কমিটির। এবার তাদের ভাবনা ‘যেথায় কালী কল্লোলিনী, সেথায় দুর্গা মহিষাসুরমর্দিনী’। এখানে দুর্গাপুজোর মধ্যে দিয়েই খুঁজে পাওয়া যাবে পুরনো কালীঘাটের একটুকরো চিত্র।
লেকটাউন অধিবাসীবৃন্দ – শহর কলকাতার আরও এক বড় পুজো কমিটি লেকটাউন অধিবাসীবৃন্দ। এই বছর ৬১তম বর্ষে পা দিয়েছে তারা। বিগত বছরগুলিতে ক্রমেই দর্শনার্থীদের মধ্যে বাড়তে দেখা গিয়েছে এই পুজোর জনপ্রিয়তা।
টালা পার্ক প্রত্যয় – পুজোর সময় দর্শনার্থীদের অন্যতম গন্তব্য টালা পার্ক প্রত্যয়ের মণ্ডপ। এই বছরও অভিনব ভাবনা তাদের। থিমের পোশাকি নাম ‘কহন’।
চেতলা অগ্রণী – দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলির মধ্যে যেটি প্রায় সকলেই দেখতে যান সেটি হল চেতলা অগ্রণী। এই বছর তাদের পুজোর থিম ‘যে যেখানে দাঁড়িয়ে’।