রণজয় সিংহ: পঞ্চম শ্রেনীর ছাত্রের উপস্থিত বুদ্ধিতে বাঁচল আপ শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ছোট্ট কিশোরের যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেনের কয়েকশ যাত্রীর জীবন বাঁচানোর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। ওই কিশোর সতর্ক না করলে কতবড় দুর্ঘটনা হতে পারত তা দেখে থ রেলকর্তারাও।
আরও পড়ুন-লগ্নি টানতে আমিরশাহির বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক মমতার, কথা লুলু গ্রুপের সঙ্গে
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। মালদা জেলার ভালুকা রোড স্টেশনের পেরোতেই বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন আট বছরের ওই কিশোর। সে হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গেছে। তড়িঘড়ি নিজের পরনের লাল গেঞ্জি খুলে ট্রেনের ট্রাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। লাল সংকেত দেখে চালক এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। আর বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি। জীবন রক্ষা পায় ট্রেনের কয়েকশ যাত্রী।
খবর পেয়ে রেলকর্মীরা ছুটে এসে আপ লাইন মেরামতি করে। রেলকর্মীরা এসে দেখেন লাইনের নীচে প্রায় ৫০ মিটার জায়গার মাটি সরে গিয়েছে। শেষপর্যন্ত ট্রেনটি সুষ্ঠভাবে গন্তব্যে পৌঁছায়। কিশোরের নাম নাম মুরসালিম। কড়িয়ালী বারিনওয়ার মিশন বিদ্যালয়ের ছাত্র। মুরসালিন জানায়, এখানে জাল দিয়েছিলাম। দেখলাম লাইন ফাটা। ওটা দেখেই আমরা লাল গঞ্জিটা খুলে ট্রেনকে দেখালাম। ওটা দেখেই ট্রেন দাঁড়িয়ে গেল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)