দিনের শুরুতেই রেল যাত্রীদের জন্য চরম ভোগান্তি। পার্কসার্কাস রেল স্টেশনে রেল লাইনে ফাটল দেখা দেয়। যার কারণে শিয়ালদা দক্ষিণ শাখায় রেল চলাচল ব্যাহত। এদিন সকালে হঠাৎ পার্কসার্কাস রেল লাইনের কাছে লাইনে ফাটল লক্ষ্য করা যায়। খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। রেল চলাচল থামিয়ে দেওয়া হয়।
কী জানা যাচ্ছে?
কী জানা যাচ্ছে?
শনিবার সকালে হঠাৎ পার্ক সার্কাস স্টেশনের কাছে রেল লাইনের একটি ফাটল লক্ষ্য করা যায়। শিয়ালদা দক্ষিণ শাখায় পার্কসার্কাস, বালিগঞ্জ হয়ে একাধিক শাখায় রেল যাত্রা ভাগ হয়ে যায়। পার্ক সার্কাস রেল লাইনের কাছে বিপত্তি ঘটায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাপক হয়রানির মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের। দিনের শুরুতেই অফিস টাইমে রেল চলাচল বিঘ্ন ঘটায় চরম হয়রানির মধ্যে পড়েন নিত্য যাত্রীরা। রেলের আধিকারিকরা মেরামতির কাজ শুরু করেছেন বলে জানা গিয়েছে।
বিস্তারিত আসছে…