Local Train News: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, নৈহাটিতে বেলাইন মালগাড়ি – goods train derail at naihati junction


ফের ট্রেন চলাচলে বিপত্তি। সোমবার সাত সকালে নৈহাটি স্টেশন লাইনচ্যুত মালগাড়ি। স্টেশনে ঢোকার আগে হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে একটি মালগাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে মালগাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ সহ রেলের উচ্চ আধিকারিকেরা। মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। অফিসের ব্যস্ত সময়ে নিত্যযাত্রীরা ফের ট্রেন পরিষেবায় বিলম্বের আশঙ্কায় আশঙ্কিত।

Sealdah Train: পার্কসার্কাস স্টেশনের কাছে রেল লাইনে ফাটল, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
রেল সূত্রের খবর, ইয়ার্ড থেকে বেরিয়ে নৈহাটি স্টেশনের দিকে ঢুকছিল মালগাড়িটি। সেইসময়ই আচমকা স্টেশন ঢোকার সময়ই ইঞ্জিনের সামনের দুটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। রেললাইন থেকে চাকা পিছলে যাওয়ায় বিচ্ছিরি আওয়াজে চমকে ওঠে স্টেশনে থাকা যাত্রীরা। তারপরই ঘটনাস্থলে পৌঁছান স্টেশন ম্যানেজার তপন কুমার দাস ও অন্যান্য রেল আধিকারিকরা। দ্রুত মেরামতির কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাটি ঘটেছে ১০টা ৩৭ নাগাদ। দিনের ব্যস্ত সময়ে নৈহাটি স্টেশনে এমন ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য।

Bolpur Railway Station : রেলের এনকোয়ারি কাউন্টারে কর্মব্যস্ত হনুমানজি! মজার কাণ্ড বোলপুর স্টেশনে, দেখুন ভিডিয়ো
কেন এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইয়ার্ড থেকে সমস্ত পরীক্ষা করেই বের হওয়ার পরও কেন স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল মালগাড়িটি, তা পরীক্ষা করে দেখছেন রেল আধিকারিকরা। কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটলে সেক্ষেত্রে রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন। একইসঙ্গে ইয়ার্ড থেকে বেরনোর আগে কেন সেই ত্রুটি ধরা গেল তাও খতিয়ে দেখার দাবি উঠেছে। রেলের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, ইয়ার্ড থেকে স্টেশনে ঢোকার মুখে বেলাইন হয়ে যায় মালগাড়িটি। তবে এর ফলে ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি বলে দাবি রেলের। মালগাড়িটিকে দ্রুত ঠিক করে লাইনে আনার চেষ্টা করা হচ্ছে।

Toy Train Darjeeling : পুজোয় দার্জিলিং যাচ্ছেন? টয় ট্রেন নিয়ে দারুণ খবর জানাল রেল
দিন দুয়েক আগেই পার্ক সার্কাস রেল স্টেশনে রেল লাইনে ফাটলের জেরে ট্রেন পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে। শনিবার শিয়ালদা দক্ষিণ শাখায় কার্যত স্তব্ধ হয়ে পড়ে রেল পরিষেবা। সেদিন সকালে আচমকা নজরে আসে পার্কসার্কাসে রেল লাইনের কাছে ফাটল। শিয়ালদা দক্ষিণ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন পার্কসার্কাস। সেখানে ফাটল দেখা দেওয়ায় সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *