Nursing Student : ভিডিয়ো কল কাটেন প্রেমিক! ছাদে মিলল নার্সিং পড়ুয়ার দেহ – nursing student body recovered from mess house of survey park area


এই সময়, বাঁকুড়া ও কলকাতা: বাঁকুড়া থেকে কলকাতায় নার্সিং পড়তে এসেছিলেন বছর তেইশের মল্লিকা দাস। গত এক বছর ধরে সার্ভে পার্কের কাছে একটি মেসে ভাড়া থাকতেন ওই তরুণী। সোমবার সকালে ওই বাড়ির ছাদে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর আগে প্রেমিকের সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলেছিলেন ওই তরুণী। সম্ভবত তাঁর ভিডিয়ো কল কেটে দিয়েছিলে প্রেমিক।

সম্পর্কের এই টানাপোড়েনের কারণে তরুণী আত্মঘাতী হয়েছেন, না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে সার্ভে পার্ক থানার পুলিশ। উদ্ধার হওয়া তরুণীর মোবাইলে বিভিন্ন জনের নাম এবং ফোন নম্বরের পাশে কার থেকে কত টাকা তিনি ধার নিয়েছিলেন, তার একটি তালিকা পেয়েছে পুলিশ। সেই টাকা শোধ দেওয়ার কথাও লিখে গিয়েছেন মল্লিকা। আর্থিক সমস্যায় তরুণী ভুগছিলেন কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Mandarmani Murder Case : খুনের পর তরুণীর বাড়ি গিয়ে বাবা-মাকে সান্ত্বনা, মন্দারমণিতে লাবনী খুনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
সার্ভে পার্কের মেসে দুই সহপাঠীর সঙ্গে থাকতেন মল্লিকা। তাঁরা প্রত্যেকেই ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নার্সিং-এ ভর্তি হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোতলার ছাদে একটি লোহার রডের সঙ্গে মল্লিকাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মৃত তরুণীর মোবাইল উদ্ধারের পরে জানা গিয়েছে, বাঁকুড়ার বাসিন্দা এক যুবকের সঙ্গে ঘটনার রাতে মল্লিকা কথা বলছিলেন।

ম্যাসেজ চালাচালিও হয় দু’জনের মধ্যে। তরুণী ভিডিয়ো কলে কথা বলতে চাইলে কেন ফোন কেটে দিয়েছিলেন প্রেমিক, তাঁদের মধ্যে কোনও কিছু নিয়ে ঝামেলা হয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর করতে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, বিভিন্ন বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই তরুণী। তাঁর হোয়াটসঅ্যাপ মেসেজে দেখা যাচ্ছে, ওই তরুণী যাঁদের কাছ থেকে টাকা ধার করেছিলেন, তাঁদের তালিকাও তৈরি করে রেখেছিলেন।

Mandarmani Sea Beach Murder Case : মন্দারমণিতে লাবণী খুনে গ্রেফতার ২, দিদির দেওরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে মর্মান্তিক পরিণতি
তাতে যেমন কারও নামের পাশে ৫০০ টাকা লেখা রয়েছে, আবার কারও নাম-ফোন নম্বরের পাশে রয়েছে ১০ হাজারের হিসেবও। শুধু তাই নয়, সেই টাকা শোধ করার কথাও লিখে গিয়েছেন ওই তরুণী। প্রাথমিক ভাবে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি উঠে এলেও ওই পড়ুয়া টাকা-পয়সার সমস্যায় পড়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, সার্ভে পার্কের গ্রিন পার্কে যে মেস বাড়িতে ভাড়া থাকতেন তিনি, সেখানে থাকা-খাওয়ার জন্য দিতে হতো প্রায় ৬ হাজার টাকা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি হাসপাতালে চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন মল্লিকা। কর্মক্ষেত্রে তাঁর কোনও সমস্যা হয়েছিল কি না, তা জানতে রুমমেটদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Visva Bharati University Student Kidnapped : তালসারি বিচ থেকে উদ্ধার বিশ্বভারতীর বিদেশি ছাত্র, নিখোঁজ কাণ্ডের নেপথ্যে কোন কারণ?
পুলিশ জানতে পেরেছে, বাঁকুড়ার তালড্যাংড়া থানার হাড়মাসড়া গ্রামের বাসিন্দা মল্লিকা স্থানীয় গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পরে কলকাতায় নার্সিং পড়তে আসেন। এরপর সোমবার সকালে উদ্ধার হয় তাঁর দেহ। তবে পরিবারের তরফে এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *