Bank Fraud Case : ব্যাঙ্ক লোনের নামেও টাকা গায়েব! বড় প্রতারণা চক্রের পর্দাফাঁস, ধৃত ১০ – bank loan fraud case in uttar 24 pargana bangaon area police arrested two


আধার থেকে শুরু করে বায়োমেট্রিক ক্লোন, রাজ্যের একের পর এক প্রতারণার ঘটনা ঘটছে। জালিয়াতির ফাঁদে পড়ে একের এক নাগরিক ব্যাঙ্কের গচ্ছিত টাকা হারিয়েছেন। ফের রাজ্যে আরও এক প্রতারাণা চক্রের হদিশ। নামী কোম্পানি থেকে লোন দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা অভিযোগ। এই ঘটনায় প্রতারণাচক্রের পাণ্ডাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বাগদায় এই প্রতারণার ঘটনা ঘটেছে।

Credit Card Fraud : আধারের পর বিপদের নাম ক্রেডিট কার্ড! প্রতারকদের থাবা রাজ্যে, টাকা গায়েব পার্বতীর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের ১২ তারিখ বাগদার শ্রীনাথ বিশ্বাস নামে এক ব্যক্তি পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ জানান। অনলাইনে ফোনের মাধ্যমে তাঁকে সাড়ে ছয় লাখ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ঋণ দেওয়ার নাম করে ওই ব্যক্তির থেকে ধাপে ধাপে ২ লাখ ২৩ হাজার ৮৮৬ টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে রীতিমতো কল সেন্টার খুলে পাতা হয়েছে প্রতারণার ফাঁদ। প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। সেই মতো পার্ক স্ট্রিট এলাকায় হানা দিয়ে সেখান থেকে ১০ জনকে গ্রেফতার পুলিশ। ধৃতদের মধ্যে পাঁচজন মহিলা ও পাঁচজন পুরুষ বলে জানা গিয়েছে। তাদের থেকে কম্পিউটার, হার্ডডিস্ক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Aadhaar Biometric Lock Fraud : ‘বায়োমেট্রিক লক’-এর নামেও Aadhaar প্রতারণা! নতুন ফাঁদের হদিশ
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঋণের নামে এই জালিয়াত চক্রের সদস্যরা ৪৫ থেকে ৫০ লাখ টাকার প্রতারণা করেছে। তদন্তকারীদের ধারণা, এই প্রতারণার অঙ্কের পরিমাণ আরও বেশি। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে বনগাঁ থানার তরফে।

Aadhaar Biometric Fraud : বায়োমেট্রিক জাল করে টাকা লোপাট, চোপড়ায় গ্রেফতার ৩
অন্যদিকে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোণায় ক্রেডিট কার্ডের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এক ব্যক্তিকে ক্রেডিট কার্ড দেওয়ার নামে ফোন করা হয়। প্রতারকের সঙ্গে কথা বলার সময়ই ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’দফায় প্রায় ২০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। কারা ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। একের পর এক নয়া প্রতারণার কারণে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে রাজ্যবাসী।

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *