এই কর্মসূচির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ইতিমধ্যে প্রচার শুরু করেছেন। এক্স প্ল্যাটফর্মে মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারের অবিচারে বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ রয়েছে। অধিকারের দাবিতে সরব হতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। গণতন্ত্রে জনতার হাতেই সমস্ত ক্ষমতা থাকে।’
একশো দিনের কাজের বকেয়া এবং আবাস যোজনার টাকা প্রদানের দাবিতে নবজোয়ার কর্মসূচি চলার সময়েই গ্রামে গ্রামে সই সংগ্রহ শুরু করেছিল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বকেয়ার দাবি তুলে ধরতেই মানুষের সই করা প্রায় ৫০ লাখ চিঠি সংগৃহীত হয়েছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। এই চিঠি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে জমা দেওয়ার পরিকল্পনা করেছে দলীয় নেতৃত্ব। সমস্ত জেলা থেকে এই চিঠিগুলি বাক্সবন্দি হয়ে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে এসে পৌঁছে গিয়েছে।
যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই চিঠিগুলি আদৌ সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিরোধী দলনেতার এই সংশয় প্রকাশ নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেন, ‘শুভেন্দু আবার প্রমাণ করলেন তিনি বাংলার মানুষকে ভাতে মারতে চান। ওর বক্তব্য, এই চিঠি ভুয়ো। ক্যামাক স্ট্রিটে বানানো হয়েছে। আমি বলব, আগে গ্রামাঞ্চলে যান এবং একশো দিনের কাজের টাকা যাঁরা পাননি তাদের সঙ্গে কথা বলুন। ওর এই কথার জবাব আগামী লোকসভা নির্বাচনে বাংলার মানুষ দেবেন।’
বাংলার টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে বলে তৃণমূল জোরদার প্রচার শুরু করলেও বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘গরিব মানুষের টাকা আটকে থাকুক বিজেপি কখনও চায় না। আমরা বলছি হিসেব দিন, টাকা নিন। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা যখন আসছেন তখন কেন তাঁদের সঙ্গে রাজ্য সরকার সহযোগিতা করছে না?’
বিজেপি একশো দিনের কাজ এবং আবাস যোজনায় অনিয়মের অভিযোগ করলেও প্রকৃত প্রাপকরা যে বঞ্চিত হয়েছেন তা সর্বভারতীয় স্তরে তুলে ধরতেই স্পেশাল ট্রেনে জব-কার্ড হোল্ডারদের দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের এক সাংসদের কথায়, ‘এমনই পরিকল্পনা চূড়ান্ত হলেই তা ঘোষণা করা হবে। কারণ, শুধু দিল্লি নিয়ে গেলে তো হবে না, এদের থাকার বন্দোবস্ত করতে হবে। সেই পরিকল্পনা এখন চলছে।’
প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A