Paschim Medinipur News : হাঁড়ির ভিতরে বিষধর সাপ, ‘গায়েব’ আসল গয়না! ২ ভণ্ড সাধুর কারসাজিতে সর্বসান্ত পরিবার – two fake monk allegedly cheated a family at dantan west midnapore


প্রায় ২ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই ভণ্ড সাধু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের একারুখি এলাকায়। সাধুর বেশে এমন কাজ করবে দুষ্কৃতীরা, ভাবতেই পারছেন না প্রতারিতরা। গয়না হারিয়ে এখন মাথায় হাত তাঁদের।

এই বিষয়ে এলাকার বাসিন্দা মাখন জানার অভিযোগ, দু’জন সাধু এসে বাড়িতে যজ্ঞ করে। সাধুদের কথা মতো সেই যজ্ঞে সোনা দিতে হয়েছিল। যজ্ঞ শেষে চলে যাওয়ার পর তাঁরা দেখেন যে আসল সোনা নেই। সেই ঘটনার শোরগোল পড়েছে এলাকায়। থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা নেয়নি বলে দাবি প্রতারিতদের।

Midnapore News : সংসারে শান্তি ফেরাতে বিশেষ পুজো পরিবারের, ঘাটালে সাধুবাবা নিলেন ১০০০০! তারপর…
যজ্ঞ করার নিদান
প্রতারিত পরিবারটি জানাচ্ছে, বৃহস্পতিবার ২ জন সাধু বাড়িতে এসেছিল। দুপুরে তারা ভাত খেতে চায়। ভাত খাওয়ার পর শুরু হয় বুজরুকি ও ভয় দেখানোর কাজ। বাস্তুর দোষ আছে, এমন কথা বলে যজ্ঞের নিদান দেয় তারা। তার জন্য প্রয়োজনীয় জিনিসের তালিকাও তুলে দেয়। মাখন জানার স্ত্রী কৃষ্ণা জানা বলেন, ‘যজ্ঞের জন্য প্রয়োজনীয় জিনিস কিনে রাখতে বলে চলে যায় দু’জন। শুক্রবার সকালে এসে যজ্ঞ শুরু করে। তখনই বাড়িতে থাকা সমস্ত সোনার গয়না ও অন্যান্য ধাতুর জিনিস এনে মাটির হাঁড়িতে রাখতে বলে। প্রায় ঘন্টাখানেক ধরে চলে যজ্ঞ। তারপর যজ্ঞ শেষ করে তারা চলে যায়।

Delhi Robbery Case : শোরুমের ছাদ কেটে ২৫ কোটির সোনা লুঠ! দিল্লিতে দুঃসাহসিক ডাকাতি
হাঁড়ির মধ্যে সাপ
পরিবারের লোকজন পরে হাঁড়ি থেকে গয়না বের করতে গিয়ে দেখেন সেখানে আসল সোনার গয়না নেই। বদলে হাঁড়ির মধ্যে রাখা একটি বিষধর সাপ। তখন তাঁরা বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। তড়িঘড়ি গুই সাধুর খোঁজ শুরু হয়। তবে অনেক খুঁজেও ওই দুই সাধুর কোনও সন্ধান পাওয়া যায়নি। বাড়িতে এসে এভাবে দুই ভণ্ড সাধু তাঁদের সঙ্গে প্রতারণা করতে পারে, তা কার্যত বিশ্বাসই করতে পারছেন না জানা পরিবারের সদস্যরা। বেশকিছু টাকার গয়না এভাবে খুইয়ে দিশেহারা পরিবারটি।

Kharagpur Incident: ফের টার্গেট সোনার দোকান! রেল শহরে ডাকাতি, বাধা পেয়ে এলোপাথারি গুলি
এদিকে এই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন জানা পরিবারের সদস্যরা। কিন্তু পুলিশ অভিযোগ গ্রহণ করতে চায়নি বলেই দাবি পরিবারের। সেক্ষেত্রে এখন কী করবেন, বা কার কাছে যাবেন, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। তাঁদের একটাই আবেদন, যত দ্রুত সম্ভব ওই দুই প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে তাঁরা তাঁদের খোয়া যাওয়া গয়না ফেরত পেতে পারেন।

কোথায় কী ঘটছে? সমস্ত খবরের সর্বশেষ আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *