সামনেই পুজোর মরশুম, তাই যানজট এড়াতে বারুইপুরের একটি এলাকায় টোটো বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। আগামী ৯ অক্টোবর থেকে বারুইপুরের যুগীবটতলা থেকে ফুলতলা পর্যন্ত, মেইন রোডে বন্ধ থাকবে টোটো চলাচল। প্রশাসনের এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে টোটোচালকদের মধ্যে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বারুইপুরে আন্দোলনে নামেন টোটোচালকরা। তাদের বক্তব্য প্রশাসন আগে ব্যবস্থা নিলে, এত টোটো রাস্তায় চলত না। এই টোটো চালিয়েই তাদের সংসার চলে। বিষয়টি থানায় জানানোর পাশাপাশি, বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়কেও জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন
এই বিষয়ে বুদ্ধিশ্বর সর্দার নামে এক টোটোচালক বলেন, ‘করোনার সময় আমরা ধারদেনা করে টোটো কিনেছি। তাহলে এতদিন কেন বন্ধ করেনি? এতদিন বন্ধ করলে এত টোটো চলত না। যে শোরুমগুলো করেছে, সেগুলিও বন্ধ করা রদরকার ছিল, কিন্তু সেগুলিও বন্ধ করেনি। এতদিন ছাড় দিয়ে রেখে, আজ কেন আমাদের দুর্ভোগের মুখে ফেলছে? আমরা গরীব মানুষ, প্রত্যেকের বাড়িতে ৪-৫ জন করে সদস্য আছেন। আমরা কী করে চালাব? প্রশাসনের কাছে অনুরোধ করছি, যে ভাবে রাস্তায় আমাদের টোটো চলে, সেই ভাবে চালাতে দিক। আমরা আইন মেনেই রাস্তায় টোটো চালাব।’ বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও আর্জি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, গত মাসেই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ১৫ নম্বর রেলগেট থেকে চিড়িয়া মোড় পর্যন্ত টোটো চলাচল নিষিদ্ধ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সেই বিষয়ে নোটিশ দিয়ে জানিয়েও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের সেই নোটিশের বিরুদ্ধেও বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করেছিলেন টোটোচালকরা। ওই এলাকায় টোটো চলাচল বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়তে হবে বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশও।
অন্য আরও খবর জানতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A