শনি ও রবিবারের পর আজ সোমবারও সকাল থেকে আকাশের মুখ ভার। ঘূর্ণাবর্ত ও পূর্ব নিম্নচাপের জোড়া ফলায় ফের ভিজছে রাজ্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দিঘার যে সমস্ত মৎস্যজীবী মাছ ধরতে মাঝ সমুদ্রে যান, তাঁদেরও সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত জারি থাকছে এই নিষেধাজ্ঞা। আর যাঁরা ইতিমধ্যেই সমুদ্র রয়েছেন, তাঁদেরও ফিরে আসার কথা বলা হয়েছে।
দিঘায় কার্যত দেখাই নেই পর্যটকদের
প্রাকৃতিক দুর্যোগের কারনে রবিবার রাত থেকে উত্তাল হয়ে পড়েছে দিঘার সমুদ্র। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। দফায় দফায় চলছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। এদিকে শনি ও রবিবারে পর আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে ছুটির দিন। তাই পুজোর আগে টানা ৩ দিনের ছুটিতে দিঘায় বাড়তি ভিড়ের আশা করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সমস্ত আশাতেই জল ঢেলে দিয়েছে। সমুদ্র উত্তাল থাকায়, স্নানের ওপরে রয়েছে নিষেধাজ্ঞা। আর যেহেতু বৃষ্টির সঙ্গে দোসর উত্তাল সমুদ্র, তাই দিঘায় যাওয়ার প্ল্যান ক্যানসেল করছেন বেশিরভাগ পর্যটক। ফলে লাভের মুখ দেখতে পাচ্ছেন না ব্যবসায়ীরাও।
প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর বলছে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কোথাও কোথাও থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে এই ৪ জেলায়। ভারী বৃষ্টি হবে বুধবারও। সেদিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এদিকে আবার প্রথম দফায় ১ লাখ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। সেক্ষেত্রে উদ্বেগ বাড়ছে হাওড়া, হুগলি, দুই বর্ধমান-সহ বিভিন্ন জেলার মানুষের।
আজকের সমস্ত খবরের জন্য ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A