Rehab Centre : নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু! ভাঙচুরের অভিযোগ, চরম উত্তেজনা সোনারপুরে – patient party allegedly vandalised at a rehab centre in sonarpur dakshin 24 parganas


ফের নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সোনারপুরে। নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালানোর অভিযোগ মৃত যুবকের পরিবারের লোকজনের বিরুদ্ধে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

Uttar 24 Pargana News : খড়দায় স্ত্রীকে নলি কেটে খুনের পর আত্মঘাতী স্বামী, মোটিভ খুঁজছে পুলিশ
কী জানা যাচ্ছে?

সোনারপুরের বনহুগলী এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুর ঘটনায় সোমবার সকালে উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম তাপস বিশ্বাস। নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Sundarban Weather : দুর্যোগ মোকাবিলায় সুন্দরবনে ব্যাপক তৎপরতা, চলছে মাইকিং-চালু কন্ট্রোল রুম! একগুচ্ছ পরামর্শ
অভিযোগ কী রয়েছে?

সোনারপুরের চৌহাটি এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসকে দিন ১৫ আগে এই নেশামুক্তি কেন্দ্রে নিয়ে আসা হয়। আজ ভোর রাতে তাঁর শরীর খারাপ করে। তারপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় কতৃপক্ষ। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার খবর পরিবারকেও দেওয়া হয়। পরিবারের লোকজন এসে এখানে ভাঙচুর চালায়। প্রায় ৬০ জনের বেশি মানুষ এখানে চিকিৎসার জন্য আছেন। ১০ জনের মত মহিলাও চিকিৎসাধীন। ঘটনার জেরে সকলেই আতঙ্কিত।

Uttar 24 Pargana : হালিশহরের ছাদে বাগানে রাশি রাশি পদ্ম, ফলছে আঙুরও
রোগীরা কী বলছেন?

ওই নেশা মুক্তি কেন্দ্রে থাকা এক রোগী জানান, আজকে সকালবেলা অনেকগুলো লোক এসে ভাঙচুর করে। এমনকি আমার গায়ে হাত দেওয়া হয়। আমাদের এখানে একটি রোগী ভর্তি ছিল। সকালে উনি হৃদরোগে আক্রান্ত হন। এরপরেই পরিবারের লোকজন এসে এখানে ভাঙচুর করে।

পরিবারের তরফে কী অভিযোগ?

পরিবারের তরফে এক ব্যক্তি জানান, ওঁকে কাল সারা রাত মারধর করা হয়। ওঁকে বাঁশ দিয়ে পেটানো হয় বলেও জানতে পেরেছি। আজ সকাল হতে ওকে হাঁটতে নিয়ে যাওয়া হয়। তখনই ও অসুস্থ হয়ে পড়ে। এক জলজ্যান্ত ছেলে এভাবে মারা গেল, আমরা এর পূর্নাঙ্গ তদন্ত চাইছি। নেশা মুক্তি কেন্দ্রের এক পরিচারিকা সুষমা সর্দার জানান, আমাদের এখানে ভর্তি থাকা এক রোগী সকালে অসুস্থ হয়ে পড়ে। সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওকে মৃত বলে ঘোষণা করা হয়। আমাদের এখানে এসে সবাই ভাঙচুর চালায়। আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। গোটা ঘটনায় নেশা মুক্তি কেন্দ্র চত্বরে আতঙ্ক ছড়ায়।

Rajpur Sonarpur Waterlogging: বদলাল না পুরনো ছবি, টানা বৃষ্টিতে জলমগ্ন রাজপুর-সোনারপুর

নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু

রবিবারই বীরভূম জেলার বোলপুরে একটি নেশা মুক্তি কেন্দ্রে এক রোগীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। শান্তিনিকেতন থানার উত্তর নারায়ণপুর এলাকায় ঘটনাটি ঘটে। সপ্তাহ খানেক আগেই ওই কেন্দ্রে তাঁকে ভর্তি করা হয়। পরিবারের দাবি, ওই যুবককে শারীরিক ও মানসিক নির্যাতন করার কারণেই সে মারা যায়। সোমবার বেলার দিকে অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

দিনের সব খবর মুহূর্তের মধ্যে পেতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *