Aadhaar Card Fraud Case : স্টুডিয়োয় আধার কার্ড নিয়ে ‘বেয়াদপি’! বায়োমেট্রিক আতঙ্কের মধ্যে বিরাট চক্রের পর্দাফাঁস – fake aadhaar card making inside photo studio racket busted in siliguri


জাল আধার কার্ড তৈরির হদিস পাওয়া গেল শিলিগুড়িতে। শিলিগুড়ি মহকুমা এলাকায় বানানো হচ্ছিল জাল আধার কার্ড। এরপর সেই জাল আধার কার্ড মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হতো বলে খবর। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের আধার কার্ড বিক্রি করা হতো বলেই জানা গিয়েছে। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বাতাসি এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সনয় সরকার। ধৃতের দোকানে অভিযান চালিয়ে পুলিশ জাল আধার কার্ড সহ ল্যাপটপ, হার্ডডিক্স, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার উদ্ধার করেছে।

Aadhaar Biometric Fraud : বায়োমেট্রিক জাল করে টাকা লোপাট, চোপড়ায় গ্রেফতার ৩
দিন কয়েক আগে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মহম্মদ স্বপন। সে বাংলাদেশের নাগরিক। তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপরই ধৃতের কাছ থেকে একটি আধার কার্ড পায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। তদন্তকারী আধিকারিকদের সন্দেহ হয়। পুলিশ পরে জানতে পারে আধার কার্ডটি জাল। ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরই ধৃতের থেকে পুলিশ জাল আধার কার্ড তৈরির ঘাঁটির সন্ধান পায়।

West Bengal Police : গাড়িতে ‘PRESS’ স্টিকার, সাংবাদিক পরিচয়ে জালনোটের কারবার! বসিরহাটে ধৃত ১
জানা গিয়েছে, ফটো তোলার স্টুডিয়ো আড়ালে রমরমিয়ে চলত জাল আধার কার্ডের ব্যবসা। সেই স্টুডিয়োতে অভিযান চালিয়ে পুলিশ বেশকিছু জাল আধার কার্ড উদ্ধার করে। গ্রেফতার করা হয় সনয় সরকার নামে ওই ব্যক্তিকে। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Aadhaar Biometric Lock : আধার লক করবেন? নয়া ফন্দি প্রতারকদের
এদিকে এর আগেও ভারত নেপাল সীমান্ত এলাকায় জাল আধার কার্ড সহ বেশকয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এসএসবি এর হাতেও জাল আধার কার্ড সহ ধরা পড়েছিল বেশকয়েকজন। ধৃত সনয় সরকার আর কাদের হাতে জাল আধার কার্ড তুলে দিয়েছে তাঁর খোঁজ শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ। এই ঘটনার পিছনে কোনও আন্তর্জাতিক চক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্যের একের পর এক আধার প্রতারণার ঘটেছে। বায়োমেট্রিক জাল করে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে অনেককে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে অনেকের। পুলিশের তরফে আধারের বায়োমেট্রিক লক করার পরামর্শ দেওয়া হয়েছে। m-aadhaar মোবাইল অ্যাপে গিয়ে আধার লক করার পরামর্শ দিয়েছে পুলিশ। তার মধ্যে এই জাল আধার কার্ড তৈরির হদিশ প্রশাসনের আরও উদ্বেগ বাড়াল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে ফলো করুন এই সময় ডিজিটাল https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *