Rujira Banerjee ED Summon : নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে তলব, অভিষেক পত্নীর বয়ান রেকর্ড করতে চায় ED – rujira banerjee abhishek banerjee wife summoned by ed on recruitment scam case


প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব ED-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে রুজিরাকে সল্টেলেকের CGO কমপ্লেক্সে তলব করা হয়েছে। ED সূত্রে খবর, রুজিরার বয়ান রেকর্ড করতে চায় ED। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তদন্তে পাওয়া বিভিন্ন নথি ও তথ্যের ভিত্তিতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ও বয়ার রেকর্ড করার প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণেই আগামী সপ্তাহে তাঁকে তলব করা হয়েছে। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু তাঁরা এখনও কেউ তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি।

ED Recruitment Scam : ‘তদন্ত করার যোগ্যতা নেই’, ED আধিকারিককে অপসারণের নির্দেশ বিচারপতি সিনহার
ইডি সূত্রে জানা গিয়েছে, ১০ অক্টোবর হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করা হবে। সেই রিপোর্টে লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে যুক্তদের বিষয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে তার উল্লেখ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার শীর্ষকর্তাদের সম্পত্তির খতিয়ান চেয়ে পাঠিয়েছিল কলকাতা হাইকোর্ট। ইডির জমা করা তথ্য দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। পরবর্তী সময় এই তদন্তের দায়িত্বে থাকা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে এই তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

Abhishek Banerjee : ইডি-ই কি মাইলেজ দিচ্ছে অভিষেককে? প্রশ্নটা কিন্তু দানা বাঁধছে
নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিষেকের সংস্থার লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। এই সূত্রে ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসবাদের জন্য তলব করেছিল ED। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দেন পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচি থাকার কারণে তিনি ED-র মুখোমুখি হবেন না।

ED-কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচির দিন আমাকে তলব করা হয়েছে। কিন্তু আমি দিল্লিতে দলের কর্মসূচিতে যোগ দেব। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক।’ পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ অক্টোবর, মঙ্গলবার দিল্লিতেই দলীয় কর্মসূচিতে ছিলেন অভিষেক। তার ঠিক পরের দিন তাঁর স্ত্রীকে ED তলব নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Job Scam: উত্তর ২৪ পরগনার পুরসভাগুলিতে নিয়োগ নথি খতিয়ে চোখ কপালে! ‘গরমিল’ ১৫০০ চাকরিতে
উল্লেখ্য, কয়লাকাণ্ডে আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অভিষেক পত্নী। কয়েকমাসে আগেও কয়লকাণ্ডে তাঁকে সিডিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেন ED। আগামী সপ্তাহে রুজিরা ED-র কাছে হাজির হন কি না, সেটাই এখন দেখার।

জয়েক করুন এই সময় হোয়াটসঅ্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *