Abhishek Banerjee News : ‘আমার লেখা চিঠি ফাঁস করছেন শুভেন্দু’, ED-কে সুপ্রিম-হুঁশিয়ারি অভিষেকের – abhishek banejee says he will fight the battle legally on ed summon case of recruitment scam


মঙ্গলবার দিল্লির কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনা বসেছিল তৃণমূল সাংসদ-মন্ত্রীরা। ধরনা চলাকালীন রাত ৯টা নাগাদ তৃণমূল সাংসদ ও মন্ত্রীদের আটক করে মুখার্জি নগর থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ। কলকাতায় ফিরে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুংকার ছাড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একইসঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির দাবি খারিজ করে কৃষি ভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি করেন তৃণমূল নেতা। নিয়োগ দুর্নীতির তদন্তে ফের ইডি তলব নিয়েও মুখ খুলেছেন তৃণমল নেতা।

Abhishek Banerjee News : ED-র তদন্তে ‘সন্দেহ’ ডিভিশন বেঞ্চের! CGO-তে অভিষেকের হাজিরা নিয়ে ধোঁয়াশা
৯ অক্টোবর ফের লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেককে তলব করেছে ED। সেই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল নেতা বলেন, ‘ED তলবের বিষয়টি আদালতে বিচারাধীন। আমি ইডিকে কী জবাব দেব সেটা সংবাদমাধ্যমে বলব না। একাধিক মামলায় আদালত ও বিচারব্যবস্থা আমাকে রক্ষাকবচ দিয়েছে। তাই নতুন মামলায় আমার নাম জোড়া হচ্ছে। আমি তো আগেও বলেছি, আমার বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ থাকলে আদালতে জমা দিন। সেটা করতে পারছে না কেন! আমরা পরবর্তী পদক্ষেপ সবাই দেখতেই পারবেন।’

Rujira Banerjee ED Summon : নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে তলব, অভিষেক পত্নীর বয়ান রেকর্ড করতে চায় ED
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় তলব করা হয়েছে। তলবের মুখে পড়েছেন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়ও। সেই নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, ‘আমার পরিবারকে আগেও ডাকা হয়েছে। আমার স্ত্রী ও শ্যালিকাকে ডেকে পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে বলে কিছু করতে পারছে না। তাই নতুন মামলায় নাম জড়িয়ে দিচ্ছে।’

Abhishek Banerjee: অভিষেকের বাবা-মাকেও এবার তলব ED-র: সূত্র
ED-র গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তৃণমূল নেতা। অভিষেক বলেন, ‘ED-কে আমি যা লিখে পাঠাচ্ছি, সেটা শুভেন্দু অধিকারী টুইট করছেন। আমার আর তদন্তকারী সংস্থার মধ্যে কী চিঠি বিনিময় হয়েছে সেটা শুভেন্দু জানাচ্ছেন। আমি এই নিয়েও আগামী দিন সুপ্রিম কোর্টে যাব। এর একটা CBI বা ইডি তদন্ত হোক। রাজনৈতিকভাবে লড়তে না পেরে এই সব করছে। বিজেপি যদি ভাবে আমার পরিবারকে ডাকলে আমি আত্মসমর্পণ করব, সেটা হবে না। নরেন্দ্র মোদীর যা জেদ, আমরা জেদ তার দশগুণ। মানুষের অধিকার দিল্লি থেকে ছিনিয়ে আনব। আমি কোনও তদন্তকারী সংস্থা নয়, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করছি। দিল্লিতে ছোটো ট্রেলার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু’মাস পর পুরো সিনেমাটা দেখাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *