CV Ananda Bose : বোসের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট! উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালেকে দায়িত্ব স্মরণ শীর্ষ আদালতের – supreme court of india warns governor cv anada bose for one sided vice chancellor recruitment in universities


মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই ফের ৫ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল তথা আচার্যের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এক তরফাভাবে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে আচার্যের ভূমিকায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। নোটিশ জারি করে আচার্যের জবাব তলব করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Supreme Court : ভিসি পদে প্রাক্তন আইপিএস, ফের প্রশ্নে রাজ্যপাল
সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি না হওয়া অবধি নতুন কোনও উপাচার্য নিয়োগ করা যাবে না। রায়ে শীর্ষ আদালত আরও জানিয়েছে, নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যরা পরবর্তী শুনানি অবধি বিশ্ববিদ্যালয়ের কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। নব নিযুক্ত উপাচার্যদের কোনও ভাতা বরাদ্দ করা হবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ৩১ অক্টোবর।

Students’ Union Election : ‘…উপাচার্য নিয়োগ না হলে সম্ভব নয়’, ছাত্রভোট নিয়ে হাইকোর্টে অবস্থান জানাল রাজ্য
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের জল গড়ায় দেশের সর্বোচ্চ আদালত অবধি। সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। রাজ্যপালকে তাঁর দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ‘রাজ্যপালের সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। শিক্ষা ক্ষেত্রে বাংলার গৌরবময় ঐতিহ্যের কথা মাথায় রাখুন। মহামান্য রাজ্যপাল-আচার্যকে অনুরোধ তিনি সময় বের করে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক কাপ কফি নিয়ে আলোচনা করুন। ঐক্যমতের ভিত্তিতে উপাচার্য নিয়োগ সমস্যার সমাধান করার চেষ্টা করুন।’

Delhi Excise Policy Scam : ‘আবগারি দুর্নীতিতে কেন আপ অভিযুক্ত নয়?’ ব্যাখ্যা সুপ্রিম কোর্টের
রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ নিয়ে চরমে ওঠে রাজ্য-রাজ্যপাল সংঘাত। তিনি কলেজ-বিশ্ববিদ্যালয়ের পডুয়াদের স্বার্থে কাজ করছেন, বলে দাবি করেন রাজ্যপাল। পালটা তাঁকে ‘বিজেপির দালাল’ বলে আক্রমণ করে শাসকদল। রাজ্যপালকে ‘ভ্যাম্পায়ার’ বলে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পালটা রাজ্যপাল সরকারকে নিশানা করেন। জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি।

শীর্ষ আদালতে মামলার শুনানি চলাকালীন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। সেই কমিটিতে রাজ্যপাল, রাজ্য সরকার ও UGC-র প্রতিনিধিদের রাখার নির্দেশ দেওয়া হয়। সেই মতো সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। তারমধ্যেই ফের রাজ্যে ৫ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল বোস। সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়ার আগে রাজ্যপালের এই সিদ্ধান্ত নিয়ে দেখা দেয় বিতর্ক। রাজ্যের তরফে বিষয়টি সর্বোচ্চ আদালতের নজরে আনা হয়। তারপরই এই পদক্ষেপ।

আরও জানতে ফলো করুন এই সময় ডিজিটাল। রইল লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *