North Bengal Flood : ‘ভিখারি নই,’ ত্রাণ প্যাকেজ নিয়ে কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ মমতার – mamata banerjee attacks on central government for not announcing special relief package for north bengal flood


দুর্যোগে বিধ্বস্ত সিকিম। সেই রাজ্যের জন্য বিশেষ প্যাকেজও ঘোষণা করেছে কেন্দ্র। এবার সেই বিষয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সোশ্যার মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

কী লিখেছেন মমতা?

মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সাম্প্রতিক যে বিপর্যয় সিকিমে আমাদের ভাই-বোনদের আঘাত করেছে, তা দার্জিলিং পাহাড়ে এবং কালিম্পং-এও লোকজনকে আঘাত করেছে। পশ্চিমবঙ্গের চিকেন নেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। হরপা বানের কারণে মানুষকে দুর্দশার হাত থেকে বাঁচাতে, পাহাড়ে জিটিএকে ২৫ কোটি টাকা সহায়তা-সহ আমি আমার গোটা প্রশাসনের সঙ্গে ২৪×৭ কাজ করে চলেছি। মন্ত্রী এবং সিনিয়র আইএএস অফিসারদের পাঠানো হয়েছে এবং তাঁরা এখনও ঘটনাস্থলে রয়েছেন।’

Ghatal News : ঘাটাল জলে জলাকার, বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি! সবং-চন্দ্রকোণা নিয়ে বাড়ছে ভয়
মমতা আরও লেখেন, ‘আমরা সেনা কর্তৃপক্ষ এবং সিকিম সরকারকে সব ধরনের সাহায্য করেছি এবং করব। সিকিমের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কিন্তু দার্জিলিং, কালিম্পং এবং উত্তরবঙ্গে দুর্যোগের তীব্রতা ও মৃত্যু হওয়া সত্ত্বেও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি কেন্দ্রীয় বৈষম্য দেখে আমি হতবাক! আমরা ভিখারি নই, আমরা অবশ্যই সিকিমের পক্ষে। তবে আমরা চাই দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সমান ব্যবস্থা এবং বৈষম্যহীনতা।’

অরূপ বিশ্বাসেরও একই অভিযোগ
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রায় একই কথা শোনা যায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের গলাতেও। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাওয়ার আগে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে কালিম্পংয়ের কয়েকটি জায়গা খুবই বিধ্বস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মনিটরিং করছেন, খোঁজখবর নিচ্ছেন। রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়াও হয়েছে। আমরা দেখলাম সিকিম খুব বিধ্বস্ত হয়েছে। সেখানে ভয়াবহতা রয়েছে, কেন্দ্রীয় সরকার সাহায্য করেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু কালিম্পং একইরকমভাবে প্রভাবিত হল, কিন্তু সেখানে কোন কেন্দ্রীয় সাহায্য নেই।’
Cooch Behar Flood Today : গিলে খেয়েছে তিস্তা, জল নামতেই একের পরে এক ৩ দেহ উদ্ধার
সিকিমকে সহায্য কেন্দ্রের
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্যা বিধ্বস্ত সিকিমে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী খাতে আগাম ৪৪.৮ কোটি টাকা মঞ্জুর করেছেন অমিত শাহ। এছাড়া কেন্দ্রের তরফে অন্যান্য সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় কাঁধে কাঁধ মিলিয়ে সিকিম সরকারের পাশে দাঁড়িয়েছে এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল থেকেও অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা দেওয়া হবে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বন্যা পরিস্থিতির আরও খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *