Madan Mitra : ‘তখন আমি কাস্টডিতে ছিলাম…’, ৫ ঘণ্টা CBI তল্লাশির পর মুখ খুললেন মদন – madan mitra says he was in coustory when municipal recruitment scam happened


রবিবার সাতসকালে মদন মিত্রের ভবানীপুরের বাড়ি এবং দক্ষিণেশ্বরের অফিসে হাজির হয় CBI। সূত্রের খবর, রাজ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ইতিমধ্যেই তাঁর বাড়ি থেকে বার হয়ে গিয়েছেন তদন্তকারীরা।

এরপরেই কার্যত হুংকার শোনা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কণ্ঠে। তিনি বলেন, “ যখন এই চাকরি হয়েছে তখন আমি MLA ছিলাম না। আমি কাস্টডিতে ছিলাম। কাস্টডিতে থাকাকালীন কী ভাবে নিয়োগের বিষয় দেখব! তাহলে তো বিচারব্যবস্থার উপর প্রশ্ন তোলা হচ্ছে।“

Madan Mitra Home CBI : ফিরহাদের পর এবার মদনের বাড়িতে CBI
এদিন তাঁর দক্ষিণেশ্বরের অফিসেও গিয়েছিল CBI। মদন মিত্র বলেন, “আমাদের অফিসে ভিখারি এলেও ১ কেজি চাল, ডাল, মিষ্টি দিই। তেমনই কেউ চাকরি প্রসঙ্গে বলতে এলে তো তাড়িয়ে দিতে পারি না। হাজার হাজার আবেদন জমা দিতে পারে। কথার কথা, হয়তো আমার অফিসে এক হাজার অ্য়াডমিট কার্ড পাওয়া গেল। তাদের মধ্যে হয়তো একজন চাকরি পেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমার কারও চাকরিতে কোনও হাত নেই। CBI লিখে গেছে নাথিং ইজ সিজড। আমার বাড়ি থেকে কোনও কিছু বাজেয়াপ্ত করা হয়নি।”

এদিন তাঁকে CBI ঠিক কী প্রশ্ন করেছে? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মদন মিত্র বলেন, “ওরা আমাকে জিজ্ঞাসা করল আপনার একটা স্ত্রী নাকি দুটো? আমি বলেছিলাম খোঁজ নিয়ে জানতে। আমি হাঁটলে অনেকে পিছনে হাঁটবে।”

CBI Raid Madan Mitra : ৫ ঘণ্টা পর মদনের বাড়ি থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা, ‘কিছুই পায়নি’ দাবি আইনজীবীর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা যায় মদন মিত্র। তিনি বলেন, “পাঠান আভি জিন্দা হ্যায়। এটা অভিষেক প্রমাণ করে দিয়েছে।” অন্যান্য জায়গায় CBI-ED অভিযান প্রসঙ্গে বলেন, “এই বিষয়ে যা উত্তর দেওয়ার দলের মুখপাত্র দেবে। তবে বুঝতে পারছি ইন্ডিয়া আসছে, মোদী যাচ্ছে।”

কামারহাটির বিধায়ক বলেন, “আমি তরুণ প্রজন্মের চাকরির জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়়াই করে যাব। কিন্তু, কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোনও দুর্নীতি করেছি সেক্ষেত্রে গলায় দড়ি নেব। গঙ্গায় ঝাঁপ দেব। CBI যতবার ডাকবে আমি ততবার উত্তর দেব। কিন্তু, একটা সময় প্রশ্ন করব, ওদের বলব বিবৃতি দিয়ে বলতে বলব যে বাংলায় মদন মিত্রের মতো নেতাও রয়েছে।”

CBI Raid : ফিরহাদ-মদনের পর এবার কাঁচরাপাড়া-হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা
অয়ন শীল তথা পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই, স্পষ্ট করেছেন মদন মিত্র। পাশাপাশি রাজনৈতিক কারণেই যে তাঁর বাড়িতে তল্লাশি, তাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন অভিনেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *