কী জানিয়েছিলেন বিচারপতি?
বিচারপতি জানিয়েছিলেন, তিনি তদন্ত করতে সক্ষমই নন। অন্য কোথাও গিয়ে ভাল করে কাজ করুন। তাঁর আত্মবিশ্বাসের অভাব রয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। মিথিলেশ কুমার মিশ্র এই ধরনের তদন্তের জন্য যোগ্য নন বলে দাবি করা হয়। লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানি মামলায় এই পর্যবেক্ষণ সহ তাঁর বিরুদ্ধের আরো একাধিক মন্তব্য নির্দেশনামায় করেছিলেন বিচারপতি সিনহা। সেই অংশটুকুর পুনর্বিবেচনার আর্জি ED-র। আগামীকাল শুনানি রয়েছে।
ভর্ৎসনার মুখে ইডি
গত ২৫ সেপ্টেম্বর আদালতে একাধিক প্রশ্নের মুখে পড়ে ED। তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ইডি আধিকারিকদের কড়া ভাষায় ভর্ৎসনা করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এরপরেই তিনি ইডি আধিকারিক মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এমনকি, মিথিলেশ মিশ্রের জায়গায় অন্য কেউ তদন্তভার নিক, সে ব্যাপারেও নির্দেশ দিয়েছিলেন তিনি।
লিপস অ্যান্ড বাউন্ডস মামলা
কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর থেকেই লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির একাধিক তথ্য ইডির তদন্তে উঠে আসে। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালায় ইডি। এই কোম্পানির মালিকানা ও অন্যান্য বিষয় নিয়ে ইতিমধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাঝে ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের কর্মসূচি থাকার কারণে কলকাতায় ইডি সমনে হাজিরা দেননি অভিষেক।
সম্পত্তিগত বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে অভিষেকের সম্পত্তির বিবরণ আদালতে জমা দেয় ইডি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর খুঁটিনাটি তথ্য না দেওয়ার কারণে বিচারপতির রোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা। গত আট মাস ধরে লিপ্স অ্যান্ড বাউন্ডস নিয়ে ইডি যে তদন্ত করেছে, তার নিট ফল শূন্য বলে পর্যবেক্ষণ আদালতের। আরও বিশদে তথ্য জোগাড় করার জন্য ইডি কে নির্দেশ দেন বিচারপতি। এরপরেই ইডি তদন্তের উপর অসন্তোষ প্রকাশ করে মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দেওয়ার দিয়েছিলেন বিচারপতি।
এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেলে আপনাদের জন্য সব খবরের আপডেট। রইল লিঙ্ক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A