Kolkata Fire Incident: ‘কিছু বেঁচে নেই! মা আসার আগেই সব পুড়ে ছাই…’, মাঝরাতের অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে হাহাকার নিমতলায় – kolkata nimtala ghat street fire incident 8 house destroyed families lost every thing


রাতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুজোর ঠিক মুখে নিমতলা ঘাট এলাকার কাঠগোলা স্ট্রিটে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার মধ্যরাতে আগুনে ঝলসে যায় কয়েকটি বাড়ি। ঠিক পুজোর মুখে সাংঘাতিক ক্ষতির মুখে কয়েকটি পরিবার। বাড়িগুলি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যাওয়ায় আশ্রয় হারা আট বাড়ির বাসিন্দা।

মাঝরাতেই আচমকা আগুন

জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই আগুন লেগে যায় জোড়াবাগান থানার নিমতলা ঘাট এলাকার কাঠগোলা স্ট্রিটের একটি বাড়িতে। হু হু করে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। মাঝরাতে তখন ঘুমিয়ে ছিলেন বাড়ির বাসিন্দারা। চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে বাইরে বেরিয়ে আসেন তারা। আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়। আশপাশের বাড়ির বাসিন্দাদের ঘুম থেকে জাগিয়ে বাইকে বের করে আনা হয়।

Kolkata Incident: ভর সন্ধেয় ঘরে ঢুকে প্রৌঢ়াকে কুপিয়ে খুন! রক্তাক্ত নাবালক ছেলে, চাঞ্চল্য উত্তর কলকাতায়

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে আটটি বাড়িতে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর উদ্যোগ নেন। কিন্তু আগুনের লেলিহান শিখার দাপট বালতি দিয়ে ঢালা জল নেভাতে পারেনি। পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ওই একই লেনে থাকা আটটি বাড়ি। দমকল তৎপর না হলে আরও বাড়িতে আগুন ছড়িয়ে পড়ত বলে জানান বাসিন্দারা। প্রথম আগুন লাগা বাড়ির নীচে কাঠ গোলা থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন বলে অনুমান। রাতেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ২২ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি মীরা হাজরা।

কীভাবে লাগল আগুন?

দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় সম্পূর্ণভাবে নেভানো গিয়েছে আগুন। কিন্তু আগুনে সম্পূর্ণ ভস্মীভূত আটটি বাড়ি। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিটের জেরে ওই বাড়িতে আগুন লেগে যায়। সেই বাড়ির নীচে ছিল এতটি কাঠ গোলা। সেখানে আগুন পৌঁছতেই দাউ দাউ করে জ্বলে ওঠে সমস্ত কিছু। দ্রুত ছড়িয়ে যায় আশপাশের বাড়িতে।

Kolkata Durga Puja : মণ্ডপে নতুন তার! ১০০ অস্থায়ী কেন্দ্র, ঘোষণা দমকলের
আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসিন্দাদের সতর্ক করায় সবাই বাড়ি থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার জেরে কোনও হতাহতের খবর নেই। তবে বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ায় ওই আট পরিবারের ভবিষ্যত অন্ধকারে।

ক্ষয়ক্ষতি

তাড়াহুড়োয় প্রাণ বাঁচাতে জ্বলন্ত বাড়ি থেকে বেরনোর সময় টাকা, গয়না সহ প্রয়োজনীয় কোনও জিনিসই কেউ আনতে পারেননি। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত সব কটি বাড়ি। পোড়া বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। বলতে শোনা যায়, ‘কিছু নিয়ে বেরতে পারলাম না। মা দুর্গা বাড়িতে আসার আগে বাড়িটাই আর রইল না।’ এলাকাবাসীরাই এগিয়ে এসেছেন দুর্গতদের সাহায্যে।

কলকাতা সহ দেশ ও রাজ্যের সমস্ত খবরের জন্য দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *