উইনার্স বাহিনী থেকে ২৪x৭ নজরদারি
একইসঙ্গে পুজোয় অপ্রীতিকর ঘটনা রুখতেও বদ্ধপরিকর। পুজোর সময় ইভটিজিং ও যানজট রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বারুইপুর পুলিশ জেলার। রাউন্ড দ্য ক্লক, ২৪x৭ পুলিশ কর্মীরা থাকবে রাস্তায়। ইভটিজিং রুখতে থাকবে বিশেষ মহিলা টিমও। কলকাতা লাগোয়া এলাকায় যানজট এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে বলেও জানিয়েছে বারুইপুর পুলিশ। এছাড়াও স্বেচ্ছাসেবকরাও থাকবেন রাস্তায়।
সোনারপুরের মহামায়াতলার জয়হিন্দ অডিটোরিয়ামে দুর্গা পুজো গাইড ম্যাপের উদ্ধোধন করা হল মঙ্গলবার বিকেলে। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পুজো মণ্ডপ চিনতে QR কোড
এইবারের পুজো ম্যাপে থাকছে QR কোড। যা স্ক্যান করেই বারুইপুর পুলিশ জেলা এলাকার বিভিন্ন পুজো মণ্ডপের দুরত্ব ও পথ নির্দেশিকা জানা যাবে। বারুইপুর পুলিশ জেলা জুড়ে মোট ১৬৮২ টি বারোয়ারি পুজো হয়৷ প্রতিটি পুজো যাতে মানুষ সহজেই চিনে নিতে পারেন, তার জন্যে প্রত্যেক পুজো মণ্ডপের জন্য তৈরি ইউনিক কোড।
এছাড়া কোনও বিপদে পড়লে পুলিশের সাহায্য লাগলে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথেরও লোকেশান পাওয়া যাবে। QR কোড স্ক্যান করে নিকটবর্তী রেল স্টেশনের হদিসও পেয়ে যাবেন আপনি। সহজেই যাতে সাধারণ মানুষ এই পরিষেবা পান তার জন্য QR কোড বিভিন্ন পুজো মণ্ডপ সহ নানান জনবহুল জায়গায় থাকছে।
বন্ধ টোটো
সম্প্রতি রাস্তা যানজট এড়াতে বারুইপুরের প্রধান রাস্তায় বন্ধ টোটো চলাচল। প্রধান সড়কে তিন চাকার যানে নিষেধাজ্ঞা। যান চলাচলে সুবিধার জন্য করা এই ব্যবস্থা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। পুজোর মাঝে ছোট জায়গায় যাতায়াতে হচ্ছে অসুবিধা।
দেশ, দুনিয়া, রাজ্য থেকে খেলা, বিনোদন সমস্ত বিভাগের গুরুত্বপূর্ণ খবরের জন্য হোয়াটস অ্যাপে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন এখানে।