Tthakurpukur Murder: বুকে ধারালো অস্ত্রের কোপ, পুজোর মুখে ঠাকুরপুকুরে যুবককে খুন


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর আগে বিষাদের সুর ঠাকুরপুকুর এলাকায়। দিনে দুপুরে খুন হলেন এক যুবক। বোনকে টিউশন পড়তে দিয়ে ফিরছিলেন ৪২/২ অমৃত লাল মুখার্জি রোডের বাসিন্দা অনিমেশ সিং। সেই সময় এক দুষ্কৃতি ধারালো অস্ত্রের আঘাতে করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

আরও পড়ুন, CPM Foundation Day: কলকাতায় সিপিএমের প্রতিষ্ঠাদিবসে নেই ইয়েচুরি, কী বার্তা বিমানের?

বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঠাকুরপুকুর থানার অন্তর্গত এলআইসি বাজারের কাছে খুন হল অপর এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে আটটার সময় নিজের বোনকে টিউশনে দিয়ে ফিরছিল অনিমেশ সিং। যখন স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অনিমেষ সিং-এর বুকে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে।

ঘটনাস্থলে এমন কান্ড দেখে আশেপাশের লোকজন ছুটে আসে। বেশ কয়েকজন আততায়ী পিছনে ধাওয়া করলেও তাকে প্রথম অবস্থায় ধরতে পারে না। পরবর্তীকালে ঠাকুরপুকুর থানা একজনকে আটক করে। আহত অবস্থায় অনিমেষ সিংকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে কি কারণে এই খুন তা এখনও পরিস্কার নয়।

যদিও এই ঘটনায় পুলিস জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুজোর সময় প্রকাশ্য দিবালোকে এরকম একটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটলাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিস এবং সেই ঘটনাস্থল ঘিরে রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিস।

আরও পড়ুন, Mamata Banerjee: নতুন নাম দিলেন মুখ্যমন্ত্রী; ‘বস্তি কথাটা তুলে দাও’, নির্দেশ মেয়রকে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *