প্রতিটি নারীর মধ্যে একজন দেবী বিরাজ করেন। দুর্গাই সৃষ্টির উৎস। দুর্গা, যিনি আমাদের সব ধরনের দুর্যোগ বা সংকট থেকে রক্ষা করেন। যাঁরা রাক্ষস বধ করার ক্ষমতা রয়েছে, যিনি অসীম শক্তির অধিকারী তিনি তো দুর্গা। বুধবাক কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল ‘ওঁরা সবাই দুর্গা’ নামের এক বিশেষ মিউজিক ভিডিয়ো প্রকাশের অনুষ্ঠান। নারীদের সাহস ও শক্তির প্রতিফলন এই অনুষ্ঠানের মূল বিষয়।