Durga Puja in Kolkata : পুজো শহরে কমেছে বাস-অটো! ‘ভরসা’-র অ্যাপ ক্যাপ চড়তে পকেট খালি কলকাতাবাসীর – durga puja auto service stopped app cab surge fare hits kolkata passengers


পুজোর ভিড় নিয়ন্ত্রণে শহর কলকাতার অধিকাংশ রাস্তা অটো চলাচলের উপর কড়াকড়ি। দুপর ৩টের পর থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে অটো চলাচল। অটো বন্ধ থাকায় একদিকে যেমন ফাঁপরে পড়েছেন অফিসযাত্রীরা, তেমনই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পুজোর মণ্ডপের দর্শনার্থীদের। ষষ্ঠী অবধি কলকাতার অধিকাংশ বেসরকারি অফিস খোলা ছিল। সপ্তমীর দিনও খোলা অনেক অফিস। অটো বন্ধ থাকায় অফিসযাত্রীদের বেশিরভাগেরই ভরসা অ্যাপ ক্যাব। আর এতে বাড়তি গাঁটের কড়ি খরচ করতে হচ্ছে তাঁদের। কারণ সন্ধেবেলা অফিস থেকে ফেরার সময় চাহিদা বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত ভাড়া নিচ্ছে অ্যাপ ক্যাবগুলি।

অ্যাপ ক্যাবে অতিরিক্ত ভাড়ার কারণে বাধ্য হয়ে অনেকই বাসের উপর ভরসা করছেন। পুজোর ভিড়ে বাসে চিড়ে চ্যাপটা হওয়ার জোগাড়। গণপরিবহণ ব্যবহার করে অফিস টাইমে যাঁরা ঠাকুর দেখার পরিকল্পনা করেছেন, তাঁদেরও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে অটো চালকদের কার্যত হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে দুপুর ২টোর মধ্যে অটো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বেলা ৩টের পর কোনও অটো যাতে রাস্তায় দেখা না যায়, পুলিশের সেই নির্দেশিকা গিয়েছে অটো ইউনিয়নগুলির কাছে।

বেহালা চৌরাস্তা থেকে রাসবিহারী রুটে অটো চালক অজয় দাস। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘পুলিশ ভীষণ কড়াকড়ি করছে। নির্ধারিত সময়ের পর রাস্তায় অটো দেখা গেলে আমাদের অটো বাজেয়াপ্ত করে নেওয়া হবে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে একবার অটো বাজেয়াপ্ত করা হলে লক্ষ্মীপুজোর আগে তা ছাড়া হবে না।’

Kolkata Traffic Police : কোন মণ্ডপ ফাঁকা, কোথায় দীর্ঘ লাইন? ক্লিক করলেই জানতে পারবেন কলকাতার পুজোর হালহকিকত
অন্যদিকে কৌশিক মজুমদার নামে এক যাত্রী বলেন, ‘ষষ্ঠীর দিন অফিস ছিল। আমি মেট্রো করে পার্কস্ট্রিট থেকে শোভাবাজারে নেমেছি। উলটোডাঙায় আমরা বাড়ি। কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশনের বাইরে কোনও অটো নেই। আমাকে খান্না অবধি হেঁটে যেতে হয়েছে।’

নিউ আলিপুরের বাসিন্দা তমাল বন্দ্যোপাধ্যায় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘চতুর্থীর দিন আমি অ্যাপ ক্যাবে গণেশ টকিজ থেকে নিউ আলিপুর অবধি গিয়েছি। সাধারণত ভাড়া ৩৫০ থেকে ৪০০ টাকার আশেপাশে থাকে। কিন্তু আমাকে ৫৯০ টাকা ভাড়া দিতে হয়েছে।’

সমস্যার মুখোমুখি হয়েছেন মেট্রোর যাত্রীরাও। মূলত শ্যামবাজার, শোভাবাজা, গিরীশ পার্ক কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমারের মতো মেট্রো স্টেশনগুলি ভিড়ে ভিড়। বিভিন্ন পুজো মণ্ডপ দেখার জন্য দর্শনার্থীরা সেখান ভিড় করছেন। ফলে সমস্যায় পড়ছেন অফিসযাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *