পুজো শেষ। অনেকেরই অফিস খুলছে বুধবার থেকেই। এদিকে দশমীতে বহু ঠাকুর বিসর্জন হয়নি। সেক্ষেত্রে কোনওভাবে কি আজ বিসর্জনের রেশে রাস্তায় যানজটের সম্ভাবনা রয়েছে?
ঠিক কী জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ?
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নতুন করে শহরে যানজটের কোনও সম্ভাবনা নেই। এদিন কোনও মিটিং মিছিল নেই। একেবারে মসৃণভাবে এগিয়ে চলবে যানবাহন। তবে এদিন স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা অত্যন্ত কম। হলুদ ট্যাক্সিও অন্যান্য দিনের তুলনায় কম বার হয়েছে পথে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে কিছুটা সময় হাতে নিয়ে বার হতে হবে।
এদিকে এই বছরও রেড রোডে আয়োজিত হচ্ছে দুর্গাপুজো কার্নিভাল। ২৭ তারিখ শহরের প্রতিমাগুলি রেড রোডে প্রদর্শিত হবে। এই কার্নিভাল প্রসঙ্গে ট্রাফিক নির্দেশিকা দিয়েছে কলকাতা পুলিশ।
সেখানে জানানো হয়েছে, রেড রোডের আশেপাশের একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল। সংশ্লিষ্ট দিনে এজেসি বোস রোডের এক্সাইড মোড় থেকে শুরু করে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তাটি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়িদের জন্য বন্ধ থাকবে। শুধু এই রাস্তাটি নয়, এর পাশাপাশি লাভার্স লেন, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোডেও একই নিষেধাজ্ঞা বজায় থাকবে। তবে ৩টের পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে।
রেড রোডে ২৭ অক্টোবর রাত ১২টা থেকে রেড রোড বন্ধ করে দেওয়া হবে। এদিন সকাল ৯টা থেকে ২টো পর্যন্ত সেখানে যানচলাচল নিয়ন্ত্রণ থাকবে। এরপর যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে ততক্ষণ রেড রোডে যানচলাচল বন্ধ থাকবে।
কোন কোন রাস্তা থেকে দর্শকরা প্রবেশ করতে পারবেন?
এই জন্যও রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এদিন এডেসি বোড রোড, মেয়ো রোড, জহরলাল নেহরু রোড ধরে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি মেট্রোযাত্রীদের ধর্মতলা এবং পার্ক স্ট্রিটে নেমে নির্দিষ্ট রাস্তা দিয়ে রেড রোডে পৌঁছতে হবে। এই কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোড, হেয়ার স্ট্রিট. ক্যাথিড্রাল রোডে পার্কিং বন্ধ থাকবে।