Durga Puja Carnival 2023 : পুলিশের বাইকে ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ! পুজো কার্নিভ্যালে মুখ্যমন্ত্রীর পাশে আর কোন কোন তারকা? – durga puja carnival in red road many tollywood stars like dev prasenjit present there with cm mamata banerjee


মহাধুমধামে এদিন রেড রোডে আয়োজন করা হল দুর্গাপুজোর কার্নিভ্যাল। ১০০-র বেশি পুজো কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এই কার্নিভ্যালে অংশ নেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের অন্যান্য শীর্ষকর্তারা। এছাড়াও দেশ বিদেশের বহু অতিথি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *