Suri Hospital : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং! আহত ২ রোগী, আতঙ্ক সিউড়ি হাসপাতালে – birbhum suri hospital two patients injured for broken down false ceiling


সিউড়ি হাসপাতালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফসল সিলিংয়ের একাংশ। আহত দু’জন রোগী। ঘটনায় আতঙ্ক হাসপাতাল চত্বর জুড়ে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর পরিজনরা। সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের।

কী জানা যাচ্ছে?

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং। সোমবার সকালে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ফলস সিলিং ভেঙে পড়ে আহত হলেন দুজন রোগী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে রোগি ও তাদের আত্মীয়দের মধ্যে।

কী জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

খবর পেয়ে হাসপাতালে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি। তিনি আহতদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল সুপারের সঙ্গেও কথা বলেন। তিনি জানান, ‘মহিলা ওয়ার্ডের ফলস সিলিংয়ের একটি অংশ রোগীর উপর ভেঙে পড়ে। তবে রোগী এমনিতে ঠিক আছেন। আমি হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেছি। যাঁরা এই কাজ করেন, তাঁদের ডেকে যাতে দ্রুত সমাধান করা যায় সেই চেষ্টা চলছে।’

কী বলছে রোগীর পরিজনরা?

মহিলা ওয়ার্ডে ভর্তি এক রোগীর পরিজন বলেন, ‘আমরা রোগীর কাছেই ছিলাম। ডাক্তাররা এসে দেখছিলেন। হঠাৎ দেখি বিকট আওয়াজ। একের পর এক ফলস সিলিং ভেঙে পড়ে গেল। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম।’ আরেক রোগীর পরিজন জানান, হাসপাতালে এগুলি ঠিকমতো দেখে রাখা উচিত। আজকে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেরকম বড় কারও ক্ষতি হয়নি। তবে আতঙ্ক রয়েছে সকলের মধ্যে।
হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনরা। সুপার স্পেশালিটি হাসপাতালে এভাবে ফলস সিলিং ভেঙে পড়ার ঘটনায় ক্ষুব্ধ তাঁরা। বীরভূম জেলায় প্রচুর রোগীর নির্ভরতা এই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। তার মধ্যেই এরকম দুর্ঘটনায় পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে।

Birbhum News : সিউড়িতে নৃশংস খুনের কিনারা, আসানসোল থেকে গ্রেফতার ‘স্টোনম্যান’
হাসপাতাল সূত্রে খরব, কয়েক বছর আগেই হাসপাতালে একটি চলন্ত ফ্যান খুলে পড়েছিল। কিছুদিন আগেও সিউড়ি হাসপাতালের অপারেশন থিয়েটারে নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব নিয়ে বিতর্ক হওয়ায় খবরে উঠে আসে সিউড়ি হাসপাতাল। অভিযোগ করা হয়, নিরাপত্তারক্ষীদের দিয়ে অপারেশন থিয়েটারের কাজ করাবেন হাসপাতালের সুপার এমন এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এমনকি, নিরাপত্তারক্ষীরা কাজ করতে না চাইলে নিরাপত্তারক্ষীদের সুপার ভাইজারকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করা হয়। নিরাপত্তা রক্ষীরা বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে প্রতিবাদ শুরু করেন। ব্যাহত হয় চিকিৎসা পরিষেবাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *