ICDS Centre : আইসিডিএস সেন্টারের খিচুড়িতে মৃত টিকটিকি, খাবার পেটে যেতেই হাসপাতালে ভিড় – lizard in hotchpotch of a bankura icds centre and children are hospitalized


অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ ১২ জন শিশু। খাবারে টিকটিকি পড়ে যাওয়ার কারণেই বিষক্রিয়া বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের বাঁদরডিহা আইসিডিএস কেন্দ্রে। অসুস্থ ১২ জন শিশু ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। খাবারে টিকটিকি পড়ে যাওয়াতেই এই বিপত্তি বলে দাবি অভিভাবকদের।

খাবার খেয়ে অসুস্থ
জানা গিয়েছে, সোমবার সকালে বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা আইসিডিএস কেন্দ্রে খিচুড়ি রান্না করেছিলেন রন্ধন কর্মীরা। রান্নার পর সেই খাবার দেওয়া শুরু হয়। গ্রামের একাধিক শিশু ও প্রসূতিরা রান্না করা খাবার বাড়িতে নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, খিচুড়ি খাবার পর থেকেই এক-এক করে অসুস্থ হতে শুরু করে। কারও পেটে ব্যথা শুরু হয়, কারও শুরু হয় বমি ও পেটখারাপ।

খিচুড়ির পাত্রে মৃত টিকটিকি

পরে এক অভিভাবক শিশুর জন্য আইসিডিএস কেন্দ্রে খিচুড়ি আনতে গিয়ে দেখেন খিচুড়ির পাত্রের মধ্যে টিকটিকি মরে পড়ে রয়েছে। দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে খবর। ছড়িয়ে পড়তেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। শিশুদের দ্রুত ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিভাবকদের অভিযোগ, আইসিডিএস কেন্দ্রে যেখানে রান্না করা হয়, সেই জায়গাটি যথেষ্ট অপরিষ্কার। সেই জন্যেই এই ঘটনা ঘটেছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ওই আইসিডিএস-এর কর্মী। চিকিৎসকরা মনে করছেন, বিষক্রিয়ায় কারণেই এই ধরণের ঘটনা ঘটে থাকতে পারে।

আতঙ্কেও অসুস্থ অনেকে
এদিকে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। আতঙ্কেও অনেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই বিষয়ে বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধুদেব মুর্মু বলেন, ‘এখন শিশুদের অবস্থা স্থিতিশীল। আমরা পর্যবেক্ষণে রেখেছি।’ ঘটনার খবর পেয়ে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছন বাঁকুড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি পরিতোষ কিস্কু। তিনি খাবারে টিকটিকি থাকার কথা স্বীকার করে নেন, একইসঙ্গে জানান, ওই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে খিচুড়ি রান্না করার সময় কোনও কারনে টিকটিকি পড়ে যায়। ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অবশ্য এই ধরণের ঘটনা নতুন নয়, এর আগেও এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। গত জানুয়ারি মাসে মালদার চাঁচলে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য মজুত করা চালের ড্রামের ভিতর পাওয়া যায় মরা টিকটিকি এবং ইঁদুর। সেই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। দ্রুত পদক্ষেপ করে প্রশাসন। বিডিও-র নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে শিক্ষা দফতরের কাছে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন জেলাশাসক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *