Kolkata Traffic Update : মাস শুরুতেই মিছিল-মিটিংয়ে ঠাসা শহর! ট্রাফিক জ্যামে দিনভর ভোগান্তির আশঙ্কা? – kolkata police shares traffic update several meeting and rallies are there in kolkata today


মাসের প্রথম দিনে শহর কলকাতায় ঠাসা মিটিং-মিছিল! সেই কারণে সমস্যার মুখোমুখি পড়ে পারেন অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। মিছিল-মিটিংয়ের কারণে শহরের প্রাণকেন্দ্রে পড়তে পারে প্রভাব, এমনটাই জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। এই মুহূর্তে শহরের যান চলাচলের গতিপ্রকৃতি কেমন? কোন রাস্তায় মসৃণভাবে এগোচ্ছে গাড়ি বা কোথায় যানজটে হয়রানির আশঙ্কা? বড় আপডেট কলকাতা ট্রাফিক পুলিশের।

ট্রাফিকের হালচাল

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের তরফে ট্রাফিক সাজেন্ট উৎপল দেবনাথ জানিয়েছে, এই মুহূর্তের কলকাতা শহরের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই। এই মুহূর্তে কলকাতা শহরের কোনও বড় ধরনের যানজট নেই বলে জানিয়েছেন তিনি।

মিছিলে ঠাসা মাসের প্রথম দিন

মাসের প্রথম দিনই শহর কলকাতা মিছিলে ঠাসা। সেই কারণে সকালে সমস্যা না হলেও দুপুর থেকে ভোগান্তির মুখে পড়তে হতে পারে গাড়িচালক ও সাধারণ মানুষকে। লালবাজারের ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, দুপুর ২টো নাগাদ একটি মিছিল ধর্মতলার লেনিন সরণি থেকে বেরিয়ে আমেরিকান সেন্টারের দিকে যাবে। এই মিছিলে ১০০ থেকে ১২০ জন লোক হতে পারে।

অন্যদিকে দুপর ৩টে নাগাদ শিয়ালদা এলাকায় আরও একটি মিছিল রয়েছে। শিয়ালদা স্মার্ট বাজার থেকে বেরিয়ে একটি মিছিল রাজাবাজার ক্রসিংয়ের দিকে যাবে। রাজাবাজার সায়েন্স কলেজে মিছিল শেষ হওয়ার কথা। এই মিছিলে ৩০০ থেকে ৩৫০ জনের জমায়েত হতে পারে। সাড়ে ৩টে নাগাদ রয়েছে আরও একটি মিছিল। কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে ওই মিছিল ধর্মতলার হগ স্ট্রিট অবধি আসবে। কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, মিছিলের সময় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের তরফে সব ধরনের বন্দোবস্ত করা হয়েছে।

বুধ থেকেই যান নিয়ন্ত্রণ

অন্যদিকে বুধবার থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ৬ লেনের হুগলি ব্রিজের দুটি লেন মেরামতি করা হচ্ছে। আট মাস ধরে চলবে এই কাজ। সেই কারণে আজ থেকে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। মূলত ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বদলে পুলিশের তরফে বিকল্প কিছু রুটে পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *