দীর্ঘদিন ধরে মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির গাড়ি চালিয়ে আসছেন কার্তিকচন্দ্র মণ্ডল। মঙ্গলবার ছিল তাঁর চাকরির শেষদিন। জীবনের এই বিশেষ দিনে তাঁর কাজকে সম্মান জানাতে চালককে যাত্রীর আসনে বসিয়ে গাড়ি চালিয়ে পৌঁছে দিয়ে এলেন মেট্রোর জেনারেল ম্যানেজার।
চালককে সংবর্ধনা দেন জিএম
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কলকাতা মেট্রোর সদর দফতরে। এদিনই জেনারেল ম্যানেজারের গাড়ির চালকের পদে চাকরির শেষ দিন ছিল কার্তিকচন্দ্র মণ্ডলের। চাকরির শেষ দিন বিকেলে প্রথমে কার্তিকচন্দ্র মণ্ডলকে সংবর্ধনা দেন জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। জিএম-এর দফতর সূত্রে খবর,দীর্ঘদিন ধরেই মেট্রো কর্তার সফরসঙ্গী কার্তিকচন্দ্র মণ্ডল।
সকালেই দিয়েছিলেন ইঙ্গিত
মেট্রো দফতর সূত্রে আরও জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় চালককে বাড়ি ছেড়ে আসবেন বলে আগেই জানিয়েছিলেন পি উদয়কুমার রেড্ডি। যদিও তিনি ঠিক কী করতে চাইছেন, তা অবশ্য প্রথমে বুঝতে পারেননি মেট্রোর অন্যান্য আধিকারিকরা। কিন্তু সন্ধ্যা নামতেই বোঝা যায় আসল বিষয়টি।
চালকের আসনে জিএম
সন্ধ্যায় নিজের চেম্বারে কার্তিকবাবুকে ডেকে পাঠান পি রেড্ডি। এরপর দীর্ঘদিনের সফরসঙ্গীকে একসঙ্গে নিয়েই নীচে নামেন তিনি। গাড়ির কাছে পৌঁছে পিছনের দরজা খুলে নিজের জায়গায় তাঁর এতদিনের চালককে বসতে বলেন জিএম। আর নিজে গিয়ে বসেন চালকের আসনে। যা দেখে অবাক হয়ে যান উপস্থিত সকলেই। এরপর নিজে গাড়ি চালিয়ে চালককে পার্কস্ট্রিট পর্যন্ত নিয়ে যান জেনারেল ম্যানেজার। এতদিন যাঁর গাড়ি চালাতেন, তাঁর কাছ থেকে চাকরি জীবনের শেষ দিনে এহেন সম্মান পেয়ে এককথায় আপ্লুত কার্তিকচন্দ্র মণ্ডল।
যাত্রী পরিষেবা নিয়েও তৎপর জিএম
প্রসঙ্গত, কলকাতা মেট্রোর আরও উন্নয়নে কর্মরত গোটা টিমকে সামনে দাঁড়িয়ে থেকে কার্যত নেতৃত্ব দিচ্ছেন পি উদয়কুমার রেড্ডি। যাত্রীদের সুবিধা-অসুবিধার বিষয়েও সর্বদাই তৎপর তিনি। এর আগে যাত্রীদের সুবিধা অসুবিধা জানতে নিজে মেট্রো সফরও করেছেন। কথা বলেছেন যাত্রীদের সঙ্গে। অন্যদিকে আগামীদিনে মেট্রোর উন্নয়নে আর কী কী করা যায়, সেই বিষয়েও সদা সচেষ্ট তিনি।