Mamata Banerjee,গুরুতর অসুস্থ নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী – mamata banerjee visited hospital to see nirmala banerjee mother of nobel laureate abhijit banerjee


নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা অর্থনীতিবিদ নির্মলা বন্দ্যোপাধ্যায় অসুস্থ। কলকাতার একটি হাসপাতালে তিনি ভর্তি আছে বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। অর্থনীতিবিদ নির্মলা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে দেখতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী জানা যাচ্ছে?

নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড অসুস্থ বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবরটি পাওয়া মাত্রই তিনি হাসপাতালে তাঁকে দেখতে যাচ্ছেন বলে জানান। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর নির্মলা বন্দ্যোপাধ্যায় আশংকাজনক অবস্থায় আছেন জেনে চিন্তিত। আমি এখন তাঁকে হাসপাতালে দেখতে যাচ্ছি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’

নোবেলজয়ীর সঙ্গে সখ্যতা

উল্লেখ্য, নির্মলা বন্দ্যোপাধ্যায় নিজেও অর্থনীতির গবেষক ছিলেন। দীর্ঘদিন অর্থনীতি নিয়ে চর্চা করেছেন। মায়ের সুযোগ্য পুত্র হিসেবে অর্থনীতি জগতে নাম করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিতে নোবেল পাওয়ার পর রাজ্যের একাধিক আর্থিক সংস্কারের ক্ষেত্রে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর

নবান্নে আসেন মা-ছেলে

কয়েক বছর আগেই হঠাৎ বালিগঞ্জ সার্কুলার রোডের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি৷ সেখানে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন৷ বসে গান বাজনার আসরও। এছাড়াও নোবেল জয়ের পর নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও ছেলের সঙ্গে নবান্নে যান মা নির্মলা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee And C V Anand Bose Meet : আজ রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সাক্ষাৎ, হঠাৎ কী নিয়ে আলোচনা?
প্রসঙ্গত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান। অন্যদিকে, মা নির্মলা বন্দ্যোপাধ্যায় সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতার অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। সারা বিশ্বে দারিদ্র্যতা দূরীকরণে তাঁদের কাজের জন্য অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্তের দুফ্লো এবং মাইকেল ক্রেমারসহ যৌথভাবে ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। যা বাংলার গর্বের মুকুটে আরও একটি পালক যোগ করেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *