Kalyani AIIMS : নিয়োগ দুর্নীতি মামলায় AIIMS কর্তাকে জিজ্ঞাসা CID-র – cid summons kalyani aiims executive director in recruitment corruption case


এই সময়: কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রতিষ্ঠানের একজ়িকিউটিভ ডিরেক্টরকে তলব করল সিআইডি। সোমবার ভবানী ভবনে একজ়িকিউটিভ ডিরেক্টর রামজি সিংহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। এদিন সকালে তিনি ভবানী ভবনে পৌঁছন। সেখানে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় বিজেপি সাংসদ-বিধায়কেরা তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়েছিলেন। পুজোর আগে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদও করেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। অভিযোগ, প্রভাব খাটিয়ে তাঁরা এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন পরিবারের সদস্য থেকে শুরু করে ঘনিষ্ঠদের।

এফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সূত্রেই কল্যাণী এইমসের একজ়িকিউটিভ ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করেছেন তদন্তকারীরা। এর আগে তাঁকে তলব করা হলেও, তিনি হাজিরা দেননি। এদিন অবশ্য তিনি নির্দিষ্ট সময়েই পৌঁছে যান ভবানীভবনে।

দু’দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। তিনি যে বয়ান দিয়েছেন, তার ভিত্তিতে এফআইআর-এ নাম থাকা আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *