Traffic Update in Kolkata : পুজোর ছুটি পর খুলছে সরকারি অফিস, যানজটের কারণ হবে বৃষ্টি? – kolkata traffic update 17 november shares by kolkata police as government offices are opening after puja vacation


পুজোর মরশুম প্রায় শেষের পথে। আজ, শুক্রবার থেকে সমস্ত সরকারি অফিস পুনরায় দীর্ঘমেয়াদি ছুটির পর খুলতে চলেছে। শহরে আজ যান চলাচল ব্যবস্থা কেমন থাকবে, কোথাও কোনও মিটিং – মিছিল রয়েছে কিনা? পাশাপাশি, বৃষ্টির পূর্বাভাস থাকার কারণে বাড়তি ঝক্কি পোয়াতে হবে যাত্রীদের? দীর্ঘমেয়াদি ছুটির পর আজ অফিসের পথে যানজটের ভোগান্তি রয়েছে, জেনে নিন আজকের ট্রাফিক আপডেট।

কী জানা যাচ্ছে?

লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আজ, শুক্রবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় দুর্ঘটনার খবর এখনও পর্যন্ত নেই। সকালে দিকে যান চলাচলের গতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

মিটিং-মিছিল

কলকাতা পুলিশ সূত্রে খবর, আজকে শহরে কোনও মিটিং মিছিল নেই। স্বাভাবিক ভাবে কোনও সমাবেশের কারণে যানজট হওয়ার সম্ভাবনা কম। সরকারি অফিস, স্কুল আজ থেকে চালু হওয়ার কারণে গত কয়েকদিনের তুলনায় রাস্তায় যাত্রী সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে কলকাতা পুলিশের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। ভাইফোঁটার দিন থেকে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলোতে। কলকাতা সহ সংলগ্ন অঞ্চলগুলোতে মেঘলা আকাশ। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলত, অফিস – স্কুল যাত্রীদের আজকে ছাতা, বর্ষাতির উপরেই ভরসা রাখতে হবে। শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল। বৃষ্টির কারণে যান চলাচলে ভোগান্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Kolkata Metro: শীঘ্রই গঙ্গার তলা দিয়ে হাওড়া-এসপ্ল্যানেড রুটে ছুটবে মেট্রো, কবে জুড়বে সল্টলেক? উত্তর মেট্রোর
পুলিশের নির্দেশিকা

কলকাতা পুলিশের তরফে সাধারণ যাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশিকা রয়েছে। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সিগন্যাল মেনে রাস্তা পারাপার, বাইক আরোহীদের হেলমেট পরে গাড়ি চালানোর ব্যাপারে কড়া নির্দেশিকা রয়েছে। কলকাতা শহরে বেশ কিছু দুর্ঘটনা ঘটার পর থেকেই ভারী, পণ্যবাহী গাড়ি চলাচলের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। পাশাপাশি, স্কুল – কলেজের গাড়ি পার্কিংয়ের ব্যাপারেও পুলিশের স্পষ্ট নির্দেশিকা রয়েছে। কলকাতা পুলিশের তরফে দেওয়া নির্দেশিকা গুলি মেনে চলার ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *